ঝড়ে ভেঙে পড়ল গাছ, ১২ ঘণ্টা বিদ্যুৎহীন সাত এলাকা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২ জুলাই, ২০২১ at ৬:৫৬ পূর্বাহ্ণ

ভারী বর্ষণ ও ঝড়ো হাওয়া যেন পিডিবির উপরও বয়ে গেছে। বুধবার দিবাগত রাতের এ বর্ষণে সাত এলাকায় পাহাড় থেকে বড় বড় গাছ ভেঙে পড়ে পিডিবির তারের উপর। এতে সাথে সাথে সংশ্লিষ্ট এলাকা সারারাতের জন্য বিদ্যুৎহীন হয়ে পড়ে। ভেঙে পড়া গাছ কেটে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে গতকাল বৃহস্পতিবার দুপুর হয়। সংশ্লিষ্ট এলাকাসমূহ প্রায় ১০-১২ ঘণ্টা বিদ্যুৎহীন ছিল বলে জানিয়েছে পিডিবি। পিডিবি চট্টগ্রাম সূত্রে জানা গেছে, বুধবার রাত ৯টা থেকেই প্রচণ্ড ঝড়ো হাওয়ার সাথে সাথে নগরীর একাধিক পাহাড় থেকে একে একে গাছ ভেঙে পড়তে থাকে। এই ব্যাপারে পিডিবির সংশ্লিষ্ট প্রকৌশলীদের সাথে কথা হলে তারা জানান, বুধবার রাত ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত নগরীর মোমিন রোড, কাটা পাহাড়, টাইগারপাস সিটি কর্পোরেশন অফিসের পাশে, বাটালি হিল, সার্সন রোড়, আসকার দীঘি ইস্পাহানি বিল্ডিং, বাদশা মিয়া রোড এলাকায় একাধিক বড় বড় গাছ ভেঙে পড়েছে। পিডিবির সংশ্লিষ্ট এক প্রকৌশলী বলেন, ‘আমাদের যেখানে ফুলের আঘাত সয় না-সেখানে ডালের আঘাত লেগে গেল।’ সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানান, নগরীর মোমিন রোড এলাকায় ডিসি পাহাড় থেকে ভেঙে পড়া বিশাল আকৃতির গাছটি কেটে পিডিবির লাইন ঠিক করতে গতকাল দুপুর একটা বেজে গেছে বলে জানান তিনি। বুধবার রাত ২টায় ভেঙে পড়েছে এই গাছটি। ভারী বর্ষণ ও ঝড়ো হাওয়ায় প্রথম গাছ ভেঙে পড়ে রাত ৯টায় বাটালি হিল থেকে। এরপর টাইগারপাসে বড় একটি গাছ ভেঙে পড়ে। পর্যায়ক্রমে অন্যান্য স্থানে গাছ ভেঙে পড়ে একের পর এক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
পতেঙ্গা আবহাওয়া অফিস থেকে জানা গেছে, বুধবার রাত ১২ টা থেকে বৃহস্পতিবার ভোর ৬ টা পর্যন্ত ছয় ঘণ্টায় নগরে ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এছাড়া গতকাল সকাল ৯ টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় ২০৩ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। তবে ভারী বৃষ্টির সাথে ছিল ঝড়ো হাওয়া। এই কারণে এবারের বৃষ্টিতে বেশি গাছ ভেঙে পড়েছে।

পূর্ববর্তী নিবন্ধআইসিটিতে নারীর অংশগ্রহণ ৫ বছরে ২৫ শতাংশে নিতে চান প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধসড়ক জুড়ে ‘দুর্ঘটনার ফাঁদ’