রাঙামাটি বেতার কেন্দ্র এলাকা থেকে একটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বাংলাদেশ বেতার রাঙামাটি অঞ্চল অফিস ভবন সংলগ্ন ঝোঁপ থেকে বানরটিকে আহত অবস্থায় উদ্ধার করে কেন্দ্রের কর্মচারী রিপন চাকমা এবং রবি চাকমা। বনবিভাগকে জানানো হলে রাঙামাটি সদরের রেঞ্জ অফিসার এস এম মাহবুবুল আলম বেতার কেন্দ্রে আসেন। সেখানে কেন্দ্রের কর্মকর্তারা বানরটিকে তার কাছে হস্তান্তর করেন। পরে বানরটিকে চিকিৎসার জন্য প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ সেলিম, আঞ্চলিক প্রকৌশলী আবু সায়েদ, সহকারী বার্তা নিয়ন্ত্রক এ এম নূরুল আমিন এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, লজ্জাবতী বানর একটি বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির বানর। এটি সংরক্ষণে সকলের সহযোগিতা চেয়েছে বনবিভাগ।