বাঁশখালীতে খাবার খেয়ে একই পরিবারের ৭ জন অজ্ঞান

বাঁশখালী প্রতিনিধি | শুক্রবার , ২ জুলাই, ২০২১ at ৬:৪৭ পূর্বাহ্ণ

বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের দক্ষিণ সাধনপুর এলাকায় মফজল আহমদের বাড়িতে রাতের খাবার খেয়ে ৭ জন সদস্য অসুস্থ ও অজ্ঞান হয়ে পড়েছে। তাদের মধ্যে ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে পরিবার সূত্রে জানা যায়। জানা যায়, সাধনপুর ইউনিয়নের দক্ষিণ সাধনপুর এলাকায় মফজল আহমদের বাড়িতে বুধবার রাতে খাবার খেয়ে মফজল আহমদ (৫৫), তার স্ত্রী বুলু আক্তার
(৫০), ছেলে মিনহাজ উদ্দিন (২২), মিজবাহ্‌ উদ্দিন (২৮), নার্গিস আক্তার (৩০) ও তাহরিন (৪) ঘুমাতে গেলে তারা অজ্ঞান হয়ে পড়ে। পরে তাদের কালীপুরে অবস্থিত বেসরকারি আধুনিক হাসপাতাল ভর্তি করানো হয়। তার মধ্যে ৩ জনকে চমেক হাসপাতালে রেফার করা হয়। ধারণা করা হচ্ছে বাড়িতে চুরি করার জন্য কেউ খাবারে ক্যামিক্যাল মিশিয়ে দিয়েছিল। কালীপুর রামদাশ পুলিশ ফাঁড়ির দায়িত্বরত এসআই রাকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধবাকলিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় রিকশা চালকের মৃত্যু
পরবর্তী নিবন্ধপটিয়ায় দুই কিশোর গ্যাং সদস্য গ্রেপ্তার