৮৮টি মামলা ও ৫৪টি গাড়ি আটক

লকডাউন অমান্য

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২ জুলাই, ২০২১ at ৬:২৬ পূর্বাহ্ণ

লকডাউন অমান্য করায় প্রথম দিনে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ৮৮টি মামলা ও ৫৪টি গাড়ি আটক করেছে। নগরীর বিভিন্ন পয়েন্টে এসব মামলা করে সিএমপির ট্রাফিক পুলিশ ও থানা পুলিশ। সিএমপির অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) আরফাতুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, লকডাউন অমান্য করে বিনা প্রয়োজনে গাড়ি নিয়ে বাসা থেকে বের হওয়ায় ট্রাফিক বিভাগ ৭৯টি মামলা করেছে। একই সময়ে ডবলমুরিং থানায় ১০টি মামলা হয়।
তিনি বলেন, লকডাউন অমান্য করে বিনা প্রয়োজনে বাসা থেকে গাড়ি নিয়ে বের হওয়ায় ট্রাফিক বিভাগ ৪৯টি গাড়ি আটক করেছে। একই সময়ে ডবলমুরিং থানা ৫টি গাড়ি আটক করেছে।

পূর্ববর্তী নিবন্ধবাসা-বাড়ি, দোকানের পানি সেচে রাত পার
পরবর্তী নিবন্ধকোভিড ওয়ার্ডে এক শিশুর জন্মে অন্যরকম আমেজ