পাহাড় ধসের শঙ্কা

চট্টগ্রামে অতি বর্ষণ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২ জুলাই, ২০২১ at ৬:১৬ পূর্বাহ্ণ

মৌসুমি বায়ুর প্রভাবে গত দুইদিন ধরে চট্টগ্রামে একটানা ভারি বর্ষণে
বন্দর নগরীসহ বৃহত্তর চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া অফিস থেকেও ভারি বর্ষণের সাথে এ অঞ্চলে পাহাড় ধসের সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া অফিস জানায়, গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। শুক্রবারও ভারি বর্ষণ হতে পারে। চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারি (৮৯ মিলিমিটারের বেশি) বর্ষণ হতে পারে। ভারি থেকে অতি ভারি বর্ষণে বৃহত্তর চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে।
মানুষের জানমালের সুরক্ষায় চট্টগ্রাম জেলা প্রশাসন ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে জনগণকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিতে মাইকিং কার্যক্রম অব্যাহত রেখেছে। বৃহস্পতিবার মতিঝর্ণা, বাটালি হিল, একে খান পাহাড়, ট্যাংকির পাহাড়, আমিন জুট মিলস এলাকা, রউফাবাদ, খুলশী, পাহাড়তলী, ফয়’স লেক, আকবর শাহ, ঝিল-১,২,৩ নং এলাকা, কৈবল্যধাম বিশ্বকলোনী এলাকা, ফিরোজ শাহ এলাকা, ফরেস্ট রিসার্চ ইন্সটিটিউট এলাকায় ভারী বর্ষণের মধ্যে ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে জনগণকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিতে মাইকিং করা হয়।
জানা যায়, বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত টানা বৃষ্টিপাত হয়েছে। ভারী বর্ষণে নগরীর প্রায় এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়।
এ ব্যাপারে চট্টগ্রাম আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শেখ ফরিদ আহমেদ আজাদীকে জানান, আগামী ২৪ ঘন্টায় চট্টগ্রামের কিছু কিছু এলাকায় মাঝারি থেকে ভারি কিংবা অতি ভারি বৃষ্টিপাত হতে পারে। তবে বৃষ্টিপাতের তীব্রতা কমে যেতে পারে।
গতকাল পতেঙ্গা আবহাওয়া অফিস জানায়, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে চট্টগ্রামের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। এতে চট্টগ্রামে পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমি ধসের শঙ্কা রয়েছে।
চট্টগ্রামে বৃহস্পতিবার দুপুর ৩টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ১৯১ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে চট্টগ্রাম আবহাওয়া অফিস। যা অতিভারি বৃষ্টিপাত।

পূর্ববর্তী নিবন্ধজুলাইতে গরীবদের নমুনা পরীক্ষা বিনামূল্যে
পরবর্তী নিবন্ধবিদেশগামীদের জন্য চলবে বিমানের অভ্যন্তরীণ ফ্লাইট