মানুষকে মনুষ্যত্ববোধের দীক্ষা দেয় সূফীবাদ

মিলাদ মাহফিলে সাইফুদ্দীন আল-হাসানী

| বৃহস্পতিবার , ১ জুলাই, ২০২১ at ৮:১৩ পূর্বাহ্ণ

মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন শাহ্‌সূফী মাওলানা সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী বলেছেন, পৃথিবীর সর্বত্র মুসলিম জাতির দুরবস্থা ও দুর্দশার পেছনে রয়েছে ইসলামের নৈতিকতাবাদী দর্শন সূফীবাদ চর্চায় উদাসীনতা। মানুষকে মনুষ্যত্ববোধের দীক্ষা দেয় সূফীবাদ। এটি হল আধ্যাত্মিক উৎকর্ষ ও নৈতিকভাবে পরিশুদ্ধির দর্শন। গতকাল বুধবার কুমিল্লার বরুড়া ও চাঁদপুরের মতলব উত্তরে আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া ও মইনীয়া যুব ফোরাম আয়োজিত ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সূফীবাদ ইসলামের অন্তর্নিহিত শক্তিকে ধারণ করে। প্রিয় নবীজী (দ.) একে ‘ইহসান’ বলেছেন। সকল নবী রাসূল (আ.), সাহাবায়ে কেরাম (রা.), আহলে বায়াতে রাসুল (দ.) এবং অলি আল্লাহ্‌গণ তাসাউফ চর্চাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। সূফীবাদ মানবাত্মাকে সমস্ত হিংসা-বিদ্বেষ, লোভ-লালসা, ঔদ্ধত্য থেকে পরিশুদ্ধ করে স্রষ্টার ভালোবাসায় পরিপূর্ণ করে। এটি মানুষকে সৃষ্টির সেবায় নিয়োজিত করে, শান্তি, সহমর্মিতা, ভ্রাতৃত্ব, মানবতা ও সমপ্রীতির অমীয় বার্তা ধারণ ও বহন করে। ইসলামের স্বর্ণযুগে সূফিবাদ ছিল মুসলমানদের রাজনৈতিক শক্তির অবিচ্ছেদ্য অংশ। সূফিবাদের আলোকে রাষ্ট্র পরিচালনার মাধ্যমে সে সকল মুসলিম শাসকগণ সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতে সমর্থ হয়েছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমৃত ১৮ পরিবারকে দুই কোটি ৭০ লাখ টাকা দেওয়ার নির্দেশ
পরবর্তী নিবন্ধসাড়ে ১০ হাজার টাকা জরিমানা