লোহাগাড়ার বড়হাতিয়ায় ঝুনু রুদ্র (৩৫) নামে এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। তিনি ইউনিয়নের ১নং ওয়ার্ডের রুদ্র পাড়ার সম্বু রুদ্রের স্ত্রী ও তিন সন্তানের জননী। গতকাল বুধবার দুপুর আড়াইটার দিকে তার ঝুলন্ত লাশ দেখতে পান পরিবারের লোকজন।
নিহতের ভাসুর গ্রাম পুলিশ পুনের্দু রুদ্র জানান, ঘটনার দিন সকালে তার বাড়িতে মেহমান আসে। পরিবারের সকলে মিলে হাসিমুখে কাজ-কর্ম করেন। এরই এক ফাঁকে তার ছোট ভাইয়ের স্ত্রী ঝুনু রুদ্র বসতঘরের ছাদে লাকড়ি রাখার ঘরের ভিতর ঢুকে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। তাদের স্বামী-স্ত্রীর মধ্যেও কোনো মনমালিন্য ছিল না বলে দাবি করেন তিনি। তবে কি কারণে ঝুনু আত্মহত্যা করেছেন তার সঠিক তথ্য জানা যায়নি।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে। পরিবারের সিদ্ধান্ত মতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।