শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নির্মল রঞ্জুন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নির্দেশক্রমে এবং আজিজুর রহমান আজিজের সার্বিক ব্যবস্থাপনায় চট্টলবাসীর জন্য ভালোবাসার উপহারস্বরূপ শাক-সবজি, মাছ, চাল, ডাল, আলু, তেল, কাঁচাবাজার, বিভিন্ন প্রকার সবজি, মৌসুমী ফল, মাস্ক ও জরুরি ওষুধ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামিয়া কলেজে ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মনির উদ্দিন মনি, ছাত্রলীগের উপ-সম্পাদক ফরহাদুল ইসলাম রিন্টু, কর্ণফুলী মার্কেট সাধারণ সম্পাদক মো. জাহেদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা সাহাবউদ্দীন সাবু, সানোয়ার টিনকু, ইসলামিয়া কলেজ ছাত্রলীগের এজিএস পাবেল ইসলাম, জনি আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।