টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ে ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। আর তাতেই পুরষ্কার হিসেবে র্যাংকিংয়ে শীর্ষে পৌছে গেছেন কিউই অধিনায়ক। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ ও ইংল্যান্ড-শ্রীলঙ্কার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে গতকাল বুধবার র্যাংকিং প্রকাশ করে আইসিসি। দুই সপ্তাহ আগে স্টিভেন স্মিথের কাছে শীর্ষস্থান হারিয়েছিলেন উইলিয়ামসন। এবার আবার সে আসন উদ্ধার করলেন। ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে পরের তিন স্থানে আগের মতোই আছেন মার্নাস লাবুশেন, বিরাট কোহলি ও জো রুট। বোলারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষ পাঁচে আছেন প্যাট কামিন্স, রবিচন্দ্রন অশ্বিন, টিম সাউদি, জশ হেইজেলউড ও নিল ওয়্যাগনার। ব্যাট ও বল হাতে খুব একটা ভালো পারফরম্যান্স করতে না পেরে এক সপ্তাহের মধ্যেই অলরাউন্ডারদের শীর্ষস্থান থেকে দুইয়ে নেমে গেছেন রবীন্দ্র জাদেজা। আবারও চূড়ায় ফিরেছেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার।