বিশ্বে করোনায় সংক্রমণ ও মৃত্যু বাড়ছে

| বৃহস্পতিবার , ১ জুলাই, ২০২১ at ৭:২০ পূর্বাহ্ণ

বিশ্বজুড়ে ফের প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বেড়েছে। বিশ্বে করোনায় গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৬০৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যু হলো ৩৯ লাখ ৫৩ হাজার ৮৪৬ জন। এছাড়া নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৭২ হাজার ৭৭২ জনের। এ নিয়ে মোট শনাক্ত হওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ কোটি ২৫ লাখ ৮০ হাজার ৩৫৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৬ কোটি ৭১ লাখ ৭৫ হাজার ১১৯ জন। খবর বাংলানিউজের।
গতকাল বুধবার সকালে করোনায় আক্রান্ত-মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়। করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখন পর্যন্ত শীর্ষ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা তিন কোটি ৪৫ লাখ ২৭ হাজার ৪৯৩ জন। এর মধ্যে মারা গেছেন ছয় লাখ ১৯ হাজার ৯৮০ জন। সুস্থ হয়েছেন দুই কোটি ৯০ লাখ সাত হাজার ৩৭৩ জন।
তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে তিন কোটি তিন লাখ ৬১ হাজার ৫৯৯ জন। মৃত্যু হয়েছে তিন লাখ ৯৮ হাজার ৪৮৪ জনের। সুস্থ হয়েছেন দুই কোটি ৯৪ লাখ ১৯ হাজার ৪৯৭ জন।
তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা এক কোটি ৮৫ লাখ ১৩ হাজার ৩০৫ জন। এর মধ্যে মারা গেছেন ৫ লাখ ১৬ হাজার ১১৯ জন। মৃতের সংখ্যার দিক থেকে দ্বিতীয় অবস্থানে ব্রাজিল। সংক্রমণ ও মৃত্যুর তালিকায় এরপরেই রয়েছে ফ্রান্স, রাশিয়া, তুরস্ক, যুক্তরাজ্য, আর্জেন্টিনা, ইতালি, কলম্বিয়া, স্পেন, জার্মানি, ইরান, পোল্যান্ড, মেঙিকো, ইউক্রেন, ইন্দোনেশিয়া, পেরু, দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলো। তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ৩০।

পূর্ববর্তী নিবন্ধ৯ বছর পর মিলল পিকাসোর চিত্রকর্ম
পরবর্তী নিবন্ধমহামারী মোকাবেলায় ব্যর্থতা, দলের নেতাদের তিরস্কার কিমের