শ্রেষ্ঠ উদ্ভাবকের পুরস্কার পেলেন রেলের অসীম কুমার তালুকদার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১ জুলাই, ২০২১ at ৬:৫১ পূর্বাহ্ণ

রেলওয়ের শ্রেষ্ঠ উদ্ভাবকের পুরস্কার পেয়েছেন রেলপথ পরিদর্শন অধিদপ্তরের সহকারী রেল পরিদর্শক অসীম কুমার তালুকদার। গতকাল বুধবার বেলা ১১টায় রেলভবনে অসীম কুমার তালুকদারকে শ্রেষ্ঠ উদ্ভাবকের পুরস্কার হাতে তুলে দেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা।
অসীম কুমার তালুকদার যখন রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলীর দায়িত্বে ছিলেন তখন তিনি রেলওয়ে পূর্বাঞ্চলের একটি পাইলট প্রকল্পের আওতায় অটো সেন্সর ওয়ার্নিং অ্যান্ড ফ্লাসিং সিস্টেম নামক স্বয়ংক্রিয় সাংকেতিক সিস্টেম পদ্ধতিটি উদ্ভাবন করে রেল অঙ্গনে বেশ আলোড়ন সৃষ্টি করেন। তার নতুন এই উদ্ভাবনটি এই সময়ের জন্য রেলওয়ের কাছে বেশ গুরুত্বপূর্ণ বলে জানান রেলওয়ের সংকেত ও টেলিযোগাযোগ বিভাগের প্রকৌশলী এবং পরিবহন বিভাগের কর্মকর্তারা। কারণ এই উদ্ভাবনের ফলে যে কোনো ট্রেন লেভেল ক্রসিংয়ের কাছাকাছি এলেই রেলগেটে স্বয়ংক্রিয়ভাবে বেজে উঠবে সতর্ক সংকেত এবং লেভেল ক্রসিংয়ের নিরাপত্তা বেষ্টনী (বেরিয়ার) পড়ে যাবে। এতে মানুষের চলাচল থেমে যাবে। লেভেল ক্রসিংয়ে গেট কিপারদের অসচেতনতার কারণে প্রায় সময় দুর্ঘটনা ঘটে থাকে। অসীম কুমার তালুকদারের এই যুগোপযোগী উদ্ভাবনী পদ্ধতিটি বাস্তবায়িত হলে ট্রেন দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম থেকে সপ্তাহে ৩ দিন পণ্যবাহী ট্রেন যাবে জামালপুর
পরবর্তী নিবন্ধসোহেলের জামিন না মঞ্জুর