চা দোকানের সিলিন্ডারে আগুন

স্টেশন রোডে ১৫ মিনিটের আতঙ্ক

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১ জুলাই, ২০২১ at ৬:৪১ পূর্বাহ্ণ

নগরীর স্টেশন রোডের ফুটপাতে একটি চায়ের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, দোকানে ব্যবহৃত ৩৩ কেজির বড় এলপিজি সিলিন্ডারে আগুন লাগার কারণে চারিদিকে বিস্ফোরণ আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, সিলিন্ডারে আগুন লাগার পর দোকান মালিক ও ক্রেতারা দ্রুত সরে যায়। প্রায় ১৫ মিনিট পর ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভালে আশেপাশের দোকানদার ও লোকজনের মধ্যে স্বস্তি ফিরে আসে।
স্টেশন রোডের ব্যবসায়ী ও দোকান মালিক সমিতি চট্টগ্রাম জেলার সভাপতি সালেহ আহমদ সুলেমান বলেন, রেয়াজউদ্দিন বাজার, তামাকুমণ্ডি লেইনে শতাধিক মার্কেটে হাজারো দোকান রয়েছে। এখন করোনাকালীন লকডাউনে সব মার্কেট বন্ধ থাকলেও রাতের বেলায় চায়ের দোকানগুলো খোলা থাকে। মঙ্গলবার রাতে সিলিন্ডারে আগুন লেগে চারিদিকে ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল।
নন্দনকানন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলী জানান, রাত ৯টা ৩৫ মিনিটে খবর পেয়ে আমাদের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ওখানে একটি চায়ের দোকানের গ্যাস সিলিন্ডারে আগুন লেগেছিল।

পূর্ববর্তী নিবন্ধগাঁজা খেয়েই মাছ বিক্রেতাকে খুন
পরবর্তী নিবন্ধকরোনায় চট্টগ্রামে আরো এক চিকিৎসকের মৃত্যু