অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল ব্যাহত

তুমুল বর্ষণ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১ জুলাই, ২০২১ at ৬:২৭ পূর্বাহ্ণ

তুমুল বর্ষণে গতকাল বুধবার সারাদেশে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে। অনেক চেষ্টা করেও ঢাকায় নামতে না পেরে পাঁচটি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করে। অবশ্য বৃষ্টি থেমে যাওয়ার পর ফ্লাইটগুলো যথারীতি ঢাকায় অবতরণ করে।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার মোহাম্মদ ফরহাদ হোসেন খান জানান, বাংলাদেশ বিমান, নভো এয়ার এবং ইউএস বাংলার মোট পাঁচটি অভ্যন্তরীণ ফ্লাইট গতকাল শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
তিনি বলেন, যশোর, সৈয়দপুর এবং কক্সবাজার থেকে ফ্লাইটগুলো ঢাকায় যাচ্ছিল। কিন্তু বৃষ্টির জন্য সেখানে অবতরণ করতে পারছিল না। পরে চট্টগ্রামে অবতরণ করে। প্রত্যেক ফ্লাইটই পরবর্তীতে ঢাকায় অবতরণ করেছে।

পূর্ববর্তী নিবন্ধ১২ কেজির সিলিন্ডারে বাড়ল ৪৯ টাকা
পরবর্তী নিবন্ধস্বপ্ন অধরাই রয়ে গেল রফিকুল দম্পতির