চট্টগ্রামে আরও ১০ জনের মৃত্যু

শনাক্ত ৩৯৯, সর্বোচ্চ ফটিকছড়িতে

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১ জুলাই, ২০২১ at ৬:২৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামে প্রতিদিনই রেকর্ড করোনা শনাক্ত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৬৪ নমুনা পরীক্ষায় ৩৯৯ জনের পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরীর বাসিন্দা ২৮৪ জন ও ১২ উপজেলার ১১৫ জন। আগের দিন গত ২৯ জুন শনাক্ত হয় ৩৬৮ জন। ২৮ জুন শনাক্ত হয়েছে ৩২৭ জন। গত ৩ এপ্রিল থেকে চট্টগ্রামে শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ৫৮ হাজার ৭২৪ জন। এর মধ্যে নগরীর বাসিন্দা ৪৫ হাজার ৮৬৭ জন ও উপজেলার ১২ হাজার ৮৫৭ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নগরীর চারজন ও উপজেলার ৬ জন। ফলে মৃতের সংখ্যা বেড়ে এখন দাড়িয়েছে ৭০১ জন। এতে শহরের বাসিন্দা ৪৭৪ ও উপজেলার ২২৭ জন। সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় উপজেলায় আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ ফটিকছড়িতে ৩২, সীতাকুণ্ডে ২৪, রাউজানে ২০, মীরসরাইতে ১৬ ও আনোয়ারায় ৯ জন রয়েছেন।
উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যুর মধ্য দিয়ে এ মাসের প্রথম ২৯ দিনে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৭৯ জনে দাঁড়িয়েছে। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি গতকাল বুধবার আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেন।

পূর্ববর্তী নিবন্ধরোগী শনাক্তে নতুন রেকর্ড, মৃত্যু ১১৫
পরবর্তী নিবন্ধঅভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ, আন্তর্জাতিক চলবে