নগরীতে পৃথক দুর্ঘটনায় বৃদ্ধাসহ ৩ ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার (৩০ জুন) সকাল ১১টার দিকে পাঁচলাইশ থানাধীন মেয়র গলির পাশে চশমা খালে একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়।
এতে নিহত হন অটোরিকশা চালক মো. সুলতান (২৭) ও যাত্রী খাদিজা আকতার (৬৫)।
খাদিজা গ্রামের বাড়ি পটিয়া থেকে ডাক্তার দেখাতে মেয়র গলিতে নিকটাত্মীয়ের বাসায় উঠেন। ডাক্তার দেখাতে যাওয়ার পথে দুর্ঘটনায় মারা যান তিনি। এছাড়া অটোরিকশা চালক সুলতান কসমোপলিটন এলাকায় থাকেন। বিকেল সাড়ে ৩টা পর্যন্ত তার কোনো স্বজন আসেনি।
অন্যদিকে, আকবর শাহ থানাধীন এ কে খান রেল গেট এলাকায় আজ দুপুরে ট্রেনের ধাক্কায় মো. আশিকুল ইসলাম (১৬) নামের দশম শ্রেণীর এক স্কুল ছাত্র নিহত হয়েছে।
নিহত আশিকুল এ কে খান এলাকার মির্জা আহম্মদ ইস্পাহানি স্কুলে এসাইনমেন্ট ও বেতন জমা দিয়ে ফেরার সময় দুর্ঘটনার শিকার হয় বলে জানা গেছে। নিহত স্কুল ছাত্র আশিকুল ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার রফিকুল ইসলামের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল হক ভূঁইয়া বলেন, “মেয়র গলিতে সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে চশমা খালে পড়ে দুইজন নিহত হন। তাদের মধ্যে অটোরিকশা চালক ও বৃদ্ধ যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে বাকি ৩ যাত্রী অক্ষত ছিলেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। অপর ঘটনায় এ কে খানে ট্রেনের ধাক্কায় আশিকুল ইসলাম নামে এক স্কুল ছাত্র গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
ভিডিও দেখার জন্য ক্লিক করুন: https://www.facebook.com/DainikAzadi/videos/919477078784358