মোজাফফর আহমদ চৌধুরী

| বুধবার , ৩০ জুন, ২০২১ at ৭:৩৪ পূর্বাহ্ণ

আনোয়ারা প্রতিনিধি জানান, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও বারশত ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোজাফ্‌ফর আহম্মদ চৌধুরী (৬৭) দুধকুমড়া গ্রামের নিজ বাড়িতে গত সোমবার রাত ৮টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে… রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ৩ কন্যাসহ অনেক আত্মীয়-স্বজন রেখে যান। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় দুধকুমড়া দারুস সুন্নাহ মাদ্রাসা মাঠে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। তার মৃত্যুতে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ মালেক, ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ, বারশত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দীন, সাধারণ সম্পাদক মাঈন উদ্দীন গফুর চৌধুরী খোকন, সাবেক সভাপতি ছাবের আহমদ প্রমুখ গভীর শোক প্রকাশ করেন।

পূর্ববর্তী নিবন্ধইস্ট অ্যান্ড কনস্ট্রাকশন ও ওয়েল পার্কের চুক্তি স্বাক্ষর
পরবর্তী নিবন্ধপিপলস ইন্স্যুরেন্স কোম্পানির ১১% নগদ লভ্যাংশ ঘোষণা