চুক্তি অনুযায়ী আবাসিকে গ্যাস সংযোগ দিন

গ্রাহক পরিষদের সভায় সুফিয়ান

| বুধবার , ৩০ জুন, ২০২১ at ৭:৩৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম গ্রাহক পরিষদ ও কেজিডিসিএল ঠিকাদার কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে আবাসিক গ্যাস সংযোগ চালু ও গ্রাহকদের জামানতের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত বাতিলের প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ৪টায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান।
এ সময় তিনি বলেন, চট্টগ্রাম অঞ্চলে আবাসিকে গ্যাস সংযোগ প্রদান করবে মর্মে গ্রাহকদের কাছ থেকে প্রায় ৭০ কোটি টাকা গ্রহণ করে চুক্তি সম্পাদন করে কেজিডিসিএল কর্তৃপক্ষ। আমাদের দাবি চুক্তি অনুযায়ী আবাসিক গ্রাহকদের অনতিবিলম্বে গ্যাস সংযোগ প্রদান করুন। দীর্ঘ ৬ বছর পর গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত বেআইনি ও অমানবিক। এই ধরনের সিদ্ধান্ত থেকে সরে এসে জনগণের দাবি মেনে নিন।
অন্যথায় আন্দোলনের মাধ্যমে দাবি বাস্তবায়ন করা হবে। চট্টগ্রাম গ্রাহক পরিষদের সভাপতি এস এম নুরুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল বাশারের পরিচালনায় প্রতিবাদ সভায় বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক ও গ্রাহক পরিষদের উপদেষ্টা আবদুল আজিজ, প্রধান বক্তা ছিলেন কেজিডিসিএল ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি ইকরাম চৌধূরী, সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি এম হারুন, চান্দগাঁও থানা যুবদলের আহ্বায়ক গুলজার হোসেন, গ্রাহক পরিষদের সহ-সভাপতি জানে আলম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুর নবী, বায়জিদ হোসেন ঢালি, শামীম পারভেজ, ফারুক আকবর, মোহাম্মদ জহিরুল ইসলাম, মোহাম্মদ নেজাম উদ্দীন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদেওয়ান হাট সেতু নতুন করে নির্মাণ দাবি
পরবর্তী নিবন্ধইস্ট অ্যান্ড কনস্ট্রাকশন ও ওয়েল পার্কের চুক্তি স্বাক্ষর