বেস্ট প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেল রোটারি ক্লাব অব চিটাগাং সেন্ট্রাল

| বুধবার , ৩০ জুন, ২০২১ at ৭:৩২ পূর্বাহ্ণ

রোটারি ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের ২০২০-২১ রোটারি বছরের কার্যক্রম মূল্যায়ন পূর্বক রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮২ বাংলাদেশ’র জেলা গভর্নর ড. এম বেলাল উদ্দীন আহমেদ পুরস্কৃত করেছেন।
গত ২৬ জুন নগরীর হোটেল র‌্যাডিসন ব্লু’তে আয়োজিত বাৎসরিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন সাবেক রোটারি জেলা গভর্নর শহীদ উদ্দীন চৌধুরী ও প্রফেসর তৈয়ব চৌধুরী, ডিজি (২০২২-২৩) রোহেলা খান, ডিজি (২০২৩-২৪) প্রকৌশলী মতিউর রহমান এবং কনফারেন্স চেয়ারম্যান আবু তৈয়ব। অন্যান্য সিনিয়র রোটারিয়ানদের উপস্থিতিতে পুরস্কারগুলো ক্লাব সভাপতি রোটারিয়ান আবদুর রাজ্জাকের হাতে তুলে দেন জেলা গভর্নর ড. এম বেলাল উদ্দীন আহমেদ।
রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮২’র ১৬৮টি ক্লাব প্রেসিডেন্টদের মধ্যে ১০ জনকে বেস্ট প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়। এর মধ্যে নির্বাচিত হয়েছেন রোটারিয়ান আব্দুর রাজ্জাক। অর্জনগুলোর মধ্যে রয়েছে গ্রেড-১ প্রেসিডেন্ট, কোভিড-১৯ প্যান্ডামিকে অনুকরণীয় সেবা, বৃক্ষরোপণ, ক্লাব সার্ভিস ও ডিস্ট্রিক্ট কনফারেন্সে অনন্য সাপোর্ট।
উল্লেখ্য, করোনাকালে মানবিক সেবায় সক্রিয় ছিল রোটারি ক্লাব অব চিটাগাং সেন্ট্রাল। কঠিন পরিস্থিতিতে ক্লাব পরিচালনায় সহযোগিতার জন্য অ্যাসিসট্যান্ট গভর্নর ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মোহাম্মদ মুসলিম, ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মীর নাজমুল আহসান রবিন, সচিব রোটারিয়ান শামসুন নাহার এবং সকল ক্লাব সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন আব্দুর রাজ্জাক। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটি ইংরেজি বিভাগের আন্তর্জাতিক ওয়েবিনার
পরবর্তী নিবন্ধদেওয়ান হাট সেতু নতুন করে নির্মাণ দাবি