গাড়ির অগ্রিম আয়কর বৃদ্ধির প্রতিবাদে সভা

| বুধবার , ৩০ জুন, ২০২১ at ৭:২১ পূর্বাহ্ণ

গাড়ির অগ্রিম আয়কর বৃদ্ধির প্রতিবাদে পণ্য পরিবহন নেতৃবৃন্দদের সাথে আন্তঃজিলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় সভা সংগঠনের কার্যালয়ে গত ২৭ জুন অনুষ্ঠিত হয়। গত ২২ জুন হতে বিনা নোটিশে মোটরযানগুলো হতে অগ্রিম করের নামে অতিরিক্ত টাকা আদায় বন্ধ করতে পণ্য পরিবহনের বিভিন্ন সমস্যা নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পণ্য পরিবহন সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। আন্তঃজিলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি লতিফ আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চৌধুরী জাফর আহম্মদের সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম বন্দর ট্রাক কাভার্ডভ্যান মালিক ও কন্ট্রাক্টর এসো’র সাধারণ সম্পাদক হাজী জহুর আহম্মদ, চট্টগ্রাম প্রাইমমুভার ও ফ্লাটবেড ওনার্স এসো’র সাধারণ সম্পাদক আবুল হাসেম, বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশনের জেনারেল সেক্রেটারি ওয়াজি উল্লাহ, চট্টগ্রাম প্রাইমমুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মাঈনউদ্দিন, সাধারণ সম্পাদক মো. আবু বক্কর ছিদ্দিকী, সিনিয়র সহ-সভাপতি মো. সেলিম খান, এম কিবরিয়া দোভাষ, আরিফুর রহমান রুবেল, আলমগীর হোসেন বাবুল, মনিরুল ইসলাম চৌধুরী, শামসুজ্জামান সুমন, জাফর আহম্মদ ভুইঁয়া, শাহাদাত হোসেন জুয়েল, ইসলাম খান, দিদারুল হক, জামাল উদ্দিন, আমির পারভেজ, এমরান শাহিন প্রমুখ। সভায় চৌধুরী জাফর আহম্মদ বলেন, ট্রাক কাভার্ডভ্যান ও প্রাইমমুভারের অগ্রিম আয়কর বৃদ্ধি করে আদায় করা হচ্ছে কোন প্রকার নোটিশ প্রদান না করে। যা খুবই দুঃখজনক। পণ্য পরিবহনে নিয়োজিত সংগঠনগুলোর সাথে আলাপ আলোচনা না করে একতরফা আইন প্রণয়ন করে পণ্য পরিবহন মালিকদের উপর জোর করে চাপিয়ে দেওয়া এহেন কার্যক্রমের প্রতিবাদ জানানো হয়। এবং অতিসত্বর অতিরিক্ত টাকা আদায় বন্ধও আদায়কৃত টাকা ফেরত দেওয়ার দাবি জানান আলোচকবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের বৃক্ষরোপণ কর্মসূচি
পরবর্তী নিবন্ধ‘আল্লামা ছিরিকোটির আগমন ছিল বাংলার মানুষের জন্য বড় নেয়ামত’