করোনা মোকাবেলায় চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) পক্ষ থেকে নগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু এলাকায় পথচারী, রিক্সা-ভ্যান ও পণ্য পরিবহন চালকদের মাঝে স্বাস্থ্যবিধি প্রতিপালনের নির্দেশনার পাশাপাশি মাস্ক বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের নির্দেশে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ মাস্ক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) এন.এম নাসির উদ্দিন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) রইছ উদ্দিন, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) কামরুল ইসলাম, টিআই (বাকলিয়া) সামছুদ্দিন, ট্রাফিক সার্জেন্ট নাজমুল সিদ্দিকী ও ট্রাফিক সার্জেন্ট মো. সুমন। মাস্ক বিতরণকালে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ বলেন, লকডাউন চলাকালে কোন মানুষ যাতে করোনায় সংক্রমিত না হয় সে জন্য শতভাগ স্বাস্থ্যবিধি প্রতিপালন সম্পর্কে জনগণকে উদ্বুদ্ধ করতে সিএমপির পক্ষ থেকে মাস্ক বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।
পতেঙ্গা ট্রাফিক পুলিশ
সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর ও সিএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক বন্দর) শাকিলা সোলতানার নির্দেশনায় পতেঙ্গা ট্রাফিক পুলিশের উদ্যোগে গতকাল মঙ্গলবার সকালে কাটগড় মোড়ে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। এ সময় বাস, ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহনের চালক, হেলপার, যাত্রী ও পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন পতেঙ্গা ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) সরওয়ার মোহাম্মদ পারভেজ। এসময় টিআই পারভেজ বলেন, করোনা মোকাবেলায় আমাদের সবাইকে সচেতন হতে হবে। প্রত্যেক বয়সের মানুষের জন্য মাস্ক পড়া অপরিহার্য।