নাফ নদীতে ক্ষুধায় কাতর হাতি জোড়া অবশেষে উদ্ধার

টেকনাফ প্রতিনিধি | মঙ্গলবার , ২৯ জুন, ২০২১ at ৭:৪২ অপরাহ্ণ

টেকনাফ বন বিভাগ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আজ মঙ্গলবার (২৯ জুন) দুপুরে ও বিকেলে টেকনাফে সাগরে ভাসমান হাতি দু’টিকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ বন রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ।
হাতি দু’টি গত ২৫ জুন ভোর রাতে টেকনাফ বন রেঞ্জ সংলগ্ন নেটং পাহাড় হতে নাফ নদীর প্যারাবন হয়ে শাহপরীর দ্বীপে চলে য়ায়।
সেখানে বনবিভাগ ও স্থানীয় লোকজনের ধাওয়া খেয়ে কিছুক্ষণ সাগরে আবার কিছুক্ষণ সমুদ্র উপকূলে অবস্থান নেয় হাতি দু’টি।
এভাবে আজ মঙ্গলবার (২৯ জুন) দুপুরে ও বিকালে একটিকে শাহপরীর দ্বীপের ঘোলার চর ও অপরটিকে সাবরাং ইউনিয়নের কোয়াইছড়ি পাড়া থেকে কৌশলে মেরিন ড্রাইভ দিয়ে বনে ফেরানো হচ্ছে বলে জানায় বন বিভাগ।
এদিকে হাতি দু’টি পর্যাপ্ত খাবার খেতে পায়নি বলে জানিয়েছেন বনবিভাগের লোকজন। তাই বর্তমানে এই বন্যহাতি দু’টি ক্ষুধায় কাতর।
এ বিষয়ে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের টেকনাফ বন রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ জানান, বনবিভাগ, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, উপজেলা প্রশাসন ও স্থানীয় লোকজন কঠোর প্ররিশ্রম করে হাতি জোড়াকে নিয়ন্ত্রণে এনে বনে ফেরানোর জন্য মেরিন ড্রাইভ দিয়ে নিয়ে যাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধওসি প্রদীপ ও তার স্ত্রীর সম্পত্তি থাকবে ডিসির জিম্মায়
পরবর্তী নিবন্ধচন্দনাইশে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু