হাঙ্গরখাল থেকে উত্তোলিত বালু জব্দ

আজাদীতে সংবাদ প্রকাশের পর পদক্ষেপ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৯ জুন, ২০২১ at ৭:১১ পূর্বাহ্ণ

দৈনিক আজাদীতে সংবাদ প্রকাশের জের ধরে অভিযান চালিয়ে লোহাগাড়ার পদুয়া ইউনিয়নের নাওঘাটা মাঝের দোকান এলাকায় হাঙ্গরখাল থেকে উত্তোলিত বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন। গতকাল সোমবার দুপুরে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান হাবীব জিতু।
তিনি জানান, অভিযান চালিয়ে আনুমানিক ১৬ হাজার ১শ ৩৬ ঘনফুট উত্তোলিত বালু জব্দ করা হয়েছে। জব্দকৃত বালু আজ মঙ্গলবার নিলামে বিক্রি করা হবে। অভিযানের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনের মেশিন সরিয়ে ফেলা হয়েছে। তাই মেশিন জব্দ করা যায়নি।
উল্লেখ্য, পদুয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য মহিউদ্দিন মোহাম্মদ আলমগীরের নেতৃত্বে নাওঘাটা মাঝের দোকান এলাকায় হাঙ্গরখাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল একটি মহল। গতকাল সোমবার দৈনিক আজাদী ‘হাঙ্গরখালে ড্রেজার মেশিনে চলছে বালু উত্তোলন’ শিরোনামে সংবাদের প্রকাশের পর অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে বজ্রপাতে হতাহতের পরিবারে অনুদান প্রদান
পরবর্তী নিবন্ধপ্যারিস জলবায়ু চুক্তির বাস্তবায়ন দেখতে চাই