নতুন কোন করারোপ ছাড়াই লামা পৌরসভার ২০২১-২০২২ অর্থবছরে ১৭ কোটি ৩২ লক্ষ ৬৬ হাজার ৮শ’ ৮৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার সকালে লামা পৌরসভার আলহাজ্ব মোহাম্মদ ইসমাঈল স্মৃতি মিলনায়নে পৌর মেয়র মো. জহিরুল ইসলাম পৌরসভার অবকাঠামো উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ রেখে পৌর কাউন্সিলর ও স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে এ বাজেট ঘোষনা করেন।
ঘোষিত বাজেটে ২০২১-২০২২ অর্থবছরে উন্নয়ন খাতে মোট আয় ও ব্যয় ধরা হয়েছে ১৫ কোটি ৪৬ লক্ষ টাকা। এখাতে আয়ের মধ্যে রয়েছে- সরকার প্রদত্ত উন্নয়ন সহায়তা মঞ্জুরি বাবদ ১ কোটি টাকা, জলবায়ু পরিবর্তন প্রকল্প হতে ৫ কোটি টাকা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় হতে ৩০ লক্ষ টাকা, গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য ৫ কোটি টাকা, পৌরসভা অবকাঠামো উন্নয়নের জন্য সরকার কর্তৃক বিশেষ বরাদ্দ ৩ কোটি ৫০ লক্ষ টাকা, পৌর ভবন সম্প্রসারণ, বাউন্ডারী ওয়াল নির্মান ও মার্কেট সম্প্রসারণ/নির্মাণ খাতে ৩ কোটি ৫০ লক্ষ টাকা পাওয়ার আশা করছেন পৌর মেয়র।
রাজস্ব আয় ধরা হয়েছে ১ কোটি ৭৩ লক্ষ ৫৬ হাজার ৯শ’ ৯৭ টাকা এবং রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৬৮ লক্ষ ৫ হাজার টাকা। এ খাতে উল্লেখযোগ্য ব্যয়ের মধ্যে রয়েছে- সাধারন সংস্থাপন শাখার জন্য ১ কোটি ২৫ লক্ষ টাকা , স্বাস্থ্য ও পয়ঃ প্রনালী খাতে ১১ লক্ষ টাকা, শিক্ষা খাতে ৩ লক্ষ ২০ হাজার টাকা, পানি সরবরাহ খাতে ১৪ লক্ষ ৫৫ হাজার টাকা। এছাড়া অন্যান্য খাতে ১৪ লক্ষ টাকা ব্যয় ধরা হয়েছে।
পৌরসভার অবকাঠামো উন্নয়নে সর্বেচ্চ ৭ কোটি ৬২ লক্ষ টাকা ব্যয় ধরা হয়েছে। এছাড়া উল্লেখযোগ্য ব্যয়ের মধ্যে রয়েছে- পানি সরবরাহ প্রকল্প খাত ও সড়ক বাতি লাইন সমপ্রসারণ / সংস্কার বাবদ ২০ লক্ষ টাকা, বাস / জীপ স্টেশন উন্নয়ন / মেরামত , পৌর মার্কেট নির্মান ও সমপ্রসারণ, পৌর ভবন সংস্কার, পৌরসভা কার্যালয়ের সীমানা প্রাচীর এবং ষ্টাফ কোয়ার্টার নির্মানের জন্য ৩ কোটি ৪৫ লক্ষ টাকা , পার্ক নির্মাণ, কমিউনিটি সেন্টার নির্মাণ- ৪০ লক্ষ টাকা, এছাড়া বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও কবরস্থান এবং শশ্মানসহ বিবিধ উন্নয়নে ৩ কোটি ৭৯ লক্ষ টাকা ব্যয় ধরা হয়েছে।