নগরীর স্টেশন রোড ও ডবলমুরিং থানা এলাকায় পৃথক অভিযানে ১৫ হাজার ১৩০পিচ ইয়াবাসহ ৬ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার দিবাগত রাতে ও সন্ধ্যায় এসব অভিযান চলে। গ্রেপ্তারকৃতরা হল, কক্সবাজারের উখিয়া থানাধীন বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের আবু জাফর প্রকাশ সুলতানের ছেলে নুর হায়াত (২১), টেকনাফের সাবরাং ইউনিয়নের মো. নাসেরের ছেলে নুর বশর(৪৩), মৃত রফিকের ছেলে মো. রায়হান প্রকাশ রিদুয়ান (২৪)। তাদেরকে কোতোয়ালী থানাধীন স্টেশন রোড এলাকা থেকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১৫ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার অন্যরা হলো মো. সুমন (৩০), সাহেরা বেগম (৬০) ও মো. আবুল কাশেম ওরফে ভোলা (৪৩)। তাদের নগরীর ডবলমুরিং এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে ১৩০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
নগর গোয়েন্দা (উত্তর) বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আরাফাতুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যা ৭টার দিকে স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৫ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তারকৃতরা কঙবাজার থেকে ইয়াবা এনে নগরীর খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করতো।
ডবলমুরিং থানার ওসি মো. মহসিন জানান, রোববাার রাতে চৌমুহনী মার্কেট এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সাহেরা খাতুন ও সুমনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একশ পিচ ইয়াবা পাওয়া যায়। পরে সাহেরার তথ্যের ভিত্তিতে ছাড়িয়াপাড়া বরফকলে অভিযান চালিয়ে আবুল কাশেম ভোলাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৩০ পিচ ইয়াবা পাওয়া যায়। তাদের তিনজনের নামে মাদক আইনে মামলা হয়েছে। এর আগেও সাহেরার বিরুদ্ধে একটি ও ভোলার বিরুদ্ধে চারটি মামলা হয়েছে। তাদেরকে গতকাল সোমবার আদালতে পাঠানো হলে বিচারক তাদের কারাগারে পাঠিয়েছেন।