করোনা মোকাবেলায় সরকারি-বেসরকারি হাসপাতালে প্রস্তুতির তাগিদ

বিভাগীয় পরিচালক ও সিভিল সার্জনের সাথে সুজনের মতবিনিময়

| মঙ্গলবার , ২৯ জুন, ২০২১ at ৬:৫০ পূর্বাহ্ণ

করোনা পরিস্থিতি ও সুরক্ষা ব্যবস্থা জানতে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), জেলা সিভিল সার্জনের সাথে মতবিনিময় করেছেন সিটি করপোরেশনের সাবেক প্রশাসক এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন। পরে তিনি সরকারি এবং বেসরকারি হাসপাতালসমূহ পরিদর্শনে যান। গত শনিবার সকালে মতবিনিময় শেষে বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেন সুজন।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীরের সাথে মতবিনিময়কালে সুজন বলেন, দেশে করোনা সংক্রমণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলোতে এখনই পূর্ণ প্রস্তুতি গ্রহণ করা একান্ত আবশ্যক। বিশেষ করে গতবছরের করোনা সুরক্ষা ব্যবস্থা মোটেও সুখকর ছিলনা। বিনা চিকিৎসায় করোনা রোগীর মৃত্যু, অব্যবস্থাপনা, নৈরাজ্য নিয়ে রোগী এবং স্বজনদের হাহাকার ছিল চোখে পড়ার মতো। তাই বর্তমান পরিস্থিতি সামাল দিতে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর নিকট একগুচ্ছ প্রস্তাবনা পেশ করেন তিনি। এরপর জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বির সাথে মতবিনিময় করেন সুজন। করোনা চিকিৎসায় জেনারেল হাসপাতালের উজ্জীবিত ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, করোনা চিকিৎসায় জেনারেল হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীসহ সকল কর্মকর্তা-কর্মচারী যেভাবে এগিয়ে এসেছেন তা চট্টগ্রামের মানুষ আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। হাসপাতালের বর্তমান চিকিৎসা ব্যবস্থাসহ সার্বিক ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন তিনি। এ সময় অন্যান্যদের মধ্যে নাগরিক উদ্যোগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী মো. ইলিয়াছ, সদস্য সচিব হাজী মো. হোসেন, অনির্বান দাশসহ বেসরকারি হাসপাতাল মালিক এবং চিকিৎসকরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআবাসিক গ্যাস গ্রাহকদের জামানতের টাকা ফেরতের সিদ্ধান্ত অমানবিক
পরবর্তী নিবন্ধবেপারী পাড়া ও ফইল্ল্যাতলীতে চসিকের দুই কিচেন মার্কেট