আনোয়ারায় ইসলামিক ফাউন্ডেশনের সন্ত্রাস বিরোধী সভা

আনোয়ারা প্রতিনিধি | মঙ্গলবার , ২৯ জুন, ২০২১ at ৬:৪৬ পূর্বাহ্ণ

আনোয়ারায় সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর লক্ষে গত রবিবার উপজেলা জামে মসজিদে উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার সাইফুল ইসলাম, সহকারী পুলিশ পরিদর্শক (এস.আই) আরাফাত, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জসীম উদ্দীন। মাওশি শিক্ষক, প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা উপসি’ত ছিলেন। সভায় যে কোন মূল্যে আনোয়ারায় সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদ নির্মূল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধশতভাগ বৃত্তিতে পড়ার সুযোগ ইডিইউর বিশেষায়িত মাস্টার্সে
পরবর্তী নিবন্ধএপিক হেলথ কেয়ারের সাথে ইস্ট অ্যান্ড কনস্ট্রাকশনের স্বাস্থ্যসেবা চুক্তি