শতভাগ বৃত্তিতে পড়ার সুযোগ ইডিইউর বিশেষায়িত মাস্টার্সে

এমপিপিএল প্রোগ্রামে ভর্তি চলছে

| মঙ্গলবার , ২৯ জুন, ২০২১ at ৬:৪৬ পূর্বাহ্ণ

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) বিশেষায়িত মাস্টার্স প্রোগ্রাম মাস্টার অব পাবলিক পলিসি অ্যান্ড লিডারশিপে পড়ার সুযোগ রয়েছে টিউশন ফি’তে শতভাগ বৃত্তি নিয়ে। কর্মক্ষেত্র বা সামাজিক অঙ্গনে নেতৃত্ব দানকারীদের উৎসাহিত করতে বিশেষ এই মাস্টার্স প্রোগ্রামে দুটো বিশেষ বৃত্তি রয়েছে ইডিইউর। প্রোগ্রামটির ২০২১ সেমিস্টারে ভর্তি চলছে।
আগামী ১০ জুলাই বিকেল সাড়ে চারটা থেকে অনলাইনে ‘মিট অ্যান্ড গ্রিট’ শীর্ষক আলোচনার আয়োজন করা হয়েছে। এতে ভর্তিচ্ছুরা প্রোগ্রামটির ফ্যাকাল্টি মেম্বারদের সঙ্গে কথা বলে মাস্টার্সের গুরুত্ব ও প্রায়োগিক দিকগুলো জেনে নিতে পারবে। ভর্তিচ্ছুরা ‘মিট এন্ড গ্রিট’ আলোচনার যাবতীয় তথ্য ইডিইউর অফিসিয়াল ফেসবুক পেইজে পাবেন। এছাড়া ভর্তির বিস্তারিত তথ্যের জন্য কল বা হোয়াটসএপ করা যাবে ০১৩১১-১০৪৫৩১, ০১৩১১-১০৪৫৩২, ০১৩১১-১০৪৫৩৪, ০১৩১১-১০৪৫৩৭ নম্বরে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদের সভা
পরবর্তী নিবন্ধআনোয়ারায় ইসলামিক ফাউন্ডেশনের সন্ত্রাস বিরোধী সভা