চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার মোট লেনদেনের পরিমাণ ৩৮.৫৫ কোটি টাকা। মোট ১৫,১৬৫ টি লেনদেনের মাধ্যমে মোট ১.৮৫ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৭৯.৮৯ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৭,৪৩৯.৭৬ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ৩.৭২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২৬৬.৭৪ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স ৫.৯০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০৭১.৪৫ তে।
গতকাল দিনশেষে সিএসই’র বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৪৩০,৪৭১.৮৮ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৮৩,৩৪৬.২৬ কোটি টাকায়। সিএসইতে ৩৪৮ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ৩১১টির, এর মধ্যে দাম বেড়েছে ১৬৯টির, কমেছে ১০৮ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৪ টির।