কুরিয়ার সার্ভিস থেকে জব্দ ৩৯ লাখ টাকার জর্দা

ভ্যাট ফাঁকির চেষ্টা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৯ জুন, ২০২১ at ৫:৪৬ পূর্বাহ্ণ

নগরীর হালিশহর থানাধীন সুন্দরবন কুরিয়ার সার্ভিস লিমিটেডের হালিশহর শাখায় ৩৯ লাখ টাকার ৪০ কার্টন জর্দা জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের চট্টলা বিভাগের প্রিভেন্টিভ টিম। ভ্যাট কমিশনার মো. আকবর হোসেনের নির্দেশনায় গত ২৫ জুন দুপুরে অভিযান চালিয়ে এসব জর্দা জব্দ করা হয় বলে জানান চট্টলা বিভাগের বিভাগীয় কর্মকর্তা সাইদ আহমেদ রুবেল। জানতে চাইলে দৈনিক আজাদীকে তিনি বলেন, প্রাথমিকভাবে অনুসন্ধানে জানতে পেরেছি, ময়মনসিংহের অতুল চক্রবর্তী রোডের মেসার্স নুরানী জর্দা ফ্যাক্টরি কতিপয় ব্যক্তি/প্রতিষ্ঠানের নামে চট্রগ্রামের বিভিন্ন এলাকায় সরবরাহের উদ্দেশ্যে ভ্যাটের বৈধ কাগজপত্র ছাড়াই ৪০ কার্টন জর্দা পাঠিয়েছে। আমরা ধারণা করছি, এসব অবৈধ তামাকজাত পণ্যের নিয়ন্ত্রণে চট্টগ্রাম ভ্যাট কমিশনারেট থেকে বেশ কিছু অভিযান ও ব্যবস্থা গ্রহণের কারণে ভ্যাট ফাঁকির জন্য কতিপয় অসাধু ব্যক্তি কুরিয়ার সার্ভিসকে বেছে নিয়েছে। এবিষয়ে ভ্যাট আইনানুসারে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন আছে।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশ ও মহেশখালীতে বন্ধ দুটি বাল্যবিয়ে
পরবর্তী নিবন্ধমগবাজারে বিস্ফোরণস্থলের বাতাসে ‘হাইড্রোকার্বন গ্যাস’