সেই হাতির জোড় এখন ঘোলার চরে

টেকনাফ প্রতিনিধি | মঙ্গলবার , ২৯ জুন, ২০২১ at ৫:৪৪ পূর্বাহ্ণ

তিন দিন ধরে দুটি হাতি নিয়ে ব্যস্ত রয়েছে বন বিভাগ। বনে ঢুকিয়ে দেওয়া ও প্যারা বনে চলে আসা নিয়ে গোলকধাঁধায় পড়েছে সংশ্লিষ্টরা। প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট না থাকায় এমন অবস্থায় পড়েছে বলে জানিয়েছেন বন বিভাগ। ফলে হাতি দুটি উদ্ধারে বেগ পেতে হচ্ছে তাদের।
গত শনিবার ২৬ জুন টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া সংলগ্ন এলাকায় আসা বুনো হাতির জোড় এখন শাহপরীর দ্বীপের ঘোলার চরে অবস্থান করছে। কয়েক দফা চেষ্টা চালাানো হলেও এদের এখনো বনাঞ্চলে প্রবেশ করানো সম্ভব হয়নি। বরং এরা এখন বাংলাদেশের স্থল ভাগের সর্বদক্ষিণ ঠিকানা নাফ নদী ও বঙ্গোপসাগর বেষ্টিত ঘোলার চরে অবস্থান নিয়েছে। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের টেকনাফ রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ টেকনাফ মডেল থানায় এ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি ( জিডি নং-১৪২৬ ) লিপিবদ্ধ করেন। এতে উল্লেখ করা হয় ২৮ জুন সোমবার সকাল ১০ টার দিকে টেকনাফ শাহপরীর দ্বীপের পূর্বে নাফ নদীর পশ্চিম দিকের প্যারা বনে অবস্থান করছে হাতি দুটি। এদের উদ্ধার করতে ইআরটি, সিপিজি পেট্রোল টিমসহ পুলিশ, কোস্ট গার্ড, বিজিবি সদস্য এবং জনপ্রতিনিধিদের সাথে নিয়ে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। গত রবিবার (২৭ জুন) বিকালে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জেটি ঘাট সংলগ্ন নাফ নদের বালুর চরে হাতি দুটি দাঁড়িয়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। এর আগে ২৬ জুন শনিবার টেকনাফ পৌর সভার জালিয়া পাড়া প্যারা বনে হাতি জোড়া প্রথম দেখতে পায় স্থানীয়রা। ওই সময় বন বিভাগ হাতি দুটিকে বনে ঢুকিয়ে দেয়ার দাবি করে। কিন্তু রাত পেরিয়ে দিনে হাতি দুটিকে শাহপরীর দ্বীপের জেটি ঘাট বালু চরে দেখা যায়।

পূর্ববর্তী নিবন্ধট্রান্সফর্মারে আগুন এলাকায় আতংক
পরবর্তী নিবন্ধশহর ছেড়ে গ্রামে ছুটছে মানুষ