নগরজুড়ে রিকশার দাপট

ভাড়া দ্বিগুণ, যাত্রীরাও অসহায়

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৯ জুন, ২০২১ at ৫:৩২ পূর্বাহ্ণ

বেসরকারি চাকরিজীবী আশরাফুল মারুফ চৌধুরী। নগরীর চট্টেশ্বরী মোড় থেকে কর্মস্থল খাতুনগঞ্জে যাবেন। গণপরিবহন যেহেতু বন্ধ, তাই রিকশা ডাকলেন। স্বাভাবিক দিনে খাতুনগঞ্জে যেতে ভাড়া গুনতে হতে ৭০ টাকা, সেখানে রিকশা চালক ভাড়া চেয়ে বসলেন ১৫০ টাকা! রিকশা চালকের সাথে তর্ক জুড়ে দিয়ে রেগেমেগে হাঁটা শুরু করলেন। গণপরিবহন বন্ধ থাকায় রিকশা চালকদের জন্য যেন পোয়াবারো। দিনভর নগরজুড়ে শুধু রিকশার দাপটই দেখা গেছে। তারা ইচ্ছে মতো ভাড়া হেঁকেছেন।
বেশি ভাড়া আদায়ের বিষয়ে রিকশা চালক অলি আহম্মদ জানান, গণপরিবহন বন্ধ থাকায় রাস্তায় চাহিদা বেড়ে গেছে। এছাড়া যাত্রীর তুলনায় রিকশার সংখ্যা কিন্তু কমই। ভাড়া কিন্তু খুব বেশি নেওয়া হচ্ছে না, ১০-২০ টাকা হয়তো বেশি নিচ্ছি। যাত্রীর সাথে দরদাম মিললে আমরা যাচ্ছি। এখানে তো জোর খাটানোর কিছু নেই।
আরিফুর রহমান নামের এক যাত্রী জানান, ৩০ টাকা রিকশা ভাড়া ৫০ টাকা দাবি করছেন রিকশাওয়ালারা। তাই বাধ্য হয়ে হেঁটেই গন্তব্যে যাচ্ছি। এ দেশে আসলে যে যেভাবে পারে মানুষকে জিম্মি করে টাকা আদায় করে নিচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধএক দিনে রেকর্ড ৮,৩৬৪ শনাক্ত
পরবর্তী নিবন্ধহাই ফ্লো ন্যাসাল ক্যানুলার অর্ধেকই অকেজো