বোয়ালখালীতে ৩১ রোহিঙ্গা আটক

বোয়ালখালী প্রতিনিধি | সোমবার , ২৮ জুন, ২০২১ at ৮:০২ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে অভিযান চালিয়ে ৩১ জন রোহিঙ্গাকে আটক করেছে থানা পুলিশ। গত শনিবার রাতে উপজেলার জ্যৈষ্ঠপুরা ও কড়লডেঙ্গা ইউনিয়ন থেকে তাদেরকে আটক করা হয় বলে জানায় পুলিশ । এ নিয়ে গত দেড় মাসে অর্ধশতাধিক রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানায়, উপজেলার পাহাড়ে লেবু বাগানের মালিকরা দীর্ঘদিন ধরেই স্বল্প মজুরিতে আটক রোহিঙ্গাদের দিয়ে শ্রমিকের কাজ করিয়ে আসছেন। এ কারণে তাদের বসবাসের জন্য পাহাড়ের পাদদেশে ঘর তৈরি করে দেওয়ার পাশাপাশি সমতলেও বিভিন্ন ভাড়া ঘরের ব্যবস্থা করে দেন বাগান মালিকরা। বোয়ালখালী থানার ওসি তদন্ত আবুল কালাম জানান, বেশ কয়েক দফায় বেশ কয়েকজন রোহিঙ্গাকে আটক করে আদালতে সোপর্দ করা হয়। এ ঘটনায় রোহিঙ্গাদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে মামলা রাজু করা হয়েছে। এ নিয়ে গত দেড় মাসে মোট ৪৯ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসাদিয়াহ্‌ সাবাহ্‌ চৌধুরীর পিএইচডি ডিগ্রি অর্জন
পরবর্তী নিবন্ধচান্দগাঁওয়ে দূষণ রোধে পরিবেশ উন্নয়ন পরিষদের স্মারকলিপি