পোর্ট সিটি ইউনিভার্সিটি
বোর্ড অব ট্রাস্টের সভা
পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টের ৪১তম বাজেট সভা গত ২৬ মে ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান তাহমিনা খাতুনের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়। সভায় পানি সম্পদ উপমন্ত্রী ও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের সদস্য এ কে এম এনামূল হক শামীম এমপি উপস্থিত ছিলেন। অর্থ কমিটি কর্তৃক প্রণীত ৯ম বাজেট ২৬ তম সিন্ডিকেট সভার সূপারিশক্রমে বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ অর্থ বছরের ২৮,৭৭, ৫০, ০০০ টাকার বাজেটে শিক্ষা ও উন্নয়ন খাতকে গুরুত্ব দেয়ায় সভায় উপস্থিত সকল সদস্য এ বাজেটকে সময়োপযোগী বাজেট হিসেবে আখ্যা দিয়ে সর্বসম্মতিক্রমে অনুমোদন দেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান জহির আহম্মদ, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সাইফুজ্জামান শিখর এমপি, ইপ্সিতা আশরাফী হক, অধ্যাপক ড. এম. মজিবুর রহমান, অধ্যাপক ড. নিজামূল হক ভুঁইয়া, সেলিম রেজা, মোহাম্মদ আলী আজম স্বপন, এহসানুল হক রিজন, শামীম আরা হক, মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, রফিকউল্লাহ্, খান মোহাম্মদ আকতারউজ্জামান, পর্যবেক্ষক সদস্য ড. রোকসানা ইয়াসমিন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নুরল আনোয়ার, কোষাধাক্ষ্য প্রফেসর ড. গনেশ চন্দ্র রায়, রেজিস্ট্রার ওবায়দুর রহমান ও পরীক্ষা নিয়ন্ত্রক সেলিম হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।