পোশাক শিল্প ও অন্যান্য রপ্তানিমুখী প্রতিষ্ঠান লকডাউনের আওতামুক্ত রাখায় সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও বিজিএমইএ এর সাবেক প্রথম সহ-সভাপতি খলিলুর রহমান। তিনি গতকাল এক বিবৃতিতে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি মোকাবেলায় ঘোষিত লকডাউনকে স্বাগত জানান। তিনি যথাযথ স্বাস্থ্য বিধি মেনে রপ্তানি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকদের তাদের কার্যক্রম পরিচালনা করার অনুরোধ জানান। একই সাথে তিনি এ মহামারি মোকাবেলায় সরকারকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য দেশের জনসাধারণ ও ব্যবসায়ী সম্প্রদায়ের নিকট আহ্বান জানান।