গত কয়েক সপ্তাহে পশ্চিম বিশ্বে সাইবার হামলা বেড়েছে ব্যাপক হারে। বিশেষ করে হামলাগুলো হয়েছে এমন সব পণ্য ও সেবার ক্ষেত্রে যেগুলো দৈনন্দিন জীবনের জন্য অপরিহার্য পণ্য বা পরিষেবা হিসেবে বিেিবচত। মে মাসেই, র্যানসমওয়্যার আক্রমণে ছয় দিনের জন্য বন্ধ হয়ে যায় কলোনিয়াল পাইপলাইন। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের গোটা পূর্ব উপকূলে জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ে। এর কয়েক দিন পরেই, খাদ্য প্রক্রিয়াজাত করা প্রতিষ্ঠান জেবিএস ইউএসএ সাইবার হামলার শিকার হয়। খবর বিডিনিউজের।
সিএনএন বলছে, জুন মাসেও ওই প্রবণতা অব্যাহত ছিল। এমনকি সেটি বেড়ে গিয়ে আঘাত করে অন্তত চারটি বড় প্রতিষ্ঠানে। এর মধ্যে রয়েছে ম্যাকডোনাল্ডস,পেলোটন ও ফোঙভাগেন এর মতো ‘হাই-প্রোফাইল’ কোম্পানি।












