করোনা ভাইরাসের সংক্রমণ যেন প্রতিনিয়ত বেড়েই চলেছে। এই ভাইরাসের সংক্রমণ শহর থেকে গ্রামে ছড়িয়ে পড়ছে। সীমান্তবর্তী জেলাগুলোতে ভাইরাসের সংক্রমণ যেন অদ্ভুতভাবে বেড়ে চলেছে। ভারতীয় ভাইরাসের ভ্যারিয়েন্ট দেশের ভিতরে প্রবেশ করায় সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে চলেছে। গতবছর ২৬ মার্চ থেকে সারাদেশে লক ডাউন ঘোষণা করেছিলো,যেখানে অন্যান্য দেশে লক ডাউন ঘোষণার পর কঠোরভাবে বাস্তবায়ন করা হয়েছিলো,সেখানে আমাদের দেশে লক ডাউননের বিভিন্ন সংস্কার নাম বের করা হয়েছিলো- সীমিত আকারে লকডাউন,ঢিলেঢালা লকডাউন,সর্বাত্মক লকডাউন,কঠোর লকডাউন,আঞ্চলিক লকডাউনের নাম বের করা হয়। ফলে লোকজনের মধ্যে কোনো সচেতনতার লক্ষণ দেখা যায়নি,যার দরুন ভাইরাসের সংক্রমণ প্রতিনিয়ত বেড়ে চলেছে। এখন সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য শাট ডাউন ঘোষণা করতে যাচ্ছে,গতবছরের ন্যায় এইবারও যাতে ঢিলেঢালা ভাবে লকডাউন কার্যকর না হয়,এর জন্য সরকারকে যথাযথ পদক্ষেপ নিতে হবে এবং জনগণকে সচেতন করে তুলতে হবে,যাতে তারা বিধিনিষেধ মেনে চলে। সঠিকভাবে বিধিনিষেধ বাস্তবায়ন করার মাধ্যমেই এই ভাইরাসের সংক্রমণ থেকে দেশ ও দেশের মানুষদের বাঁচানো সম্ভব।
প্রসেনজিৎ কুমার রোহিত, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ,
ঢাকা কলেজ