ঢাকার মগবাজারে ভয়াবহ বিস্ফোরণ

নিহত ৭, আহত ৪৮

আজাদী অনলাইন | রবিবার , ২৭ জুন, ২০২১ at ৯:২৩ অপরাহ্ণ

রাজধানী ঢাকার মগবাজার অয়ারলেস গেটে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে সাতজন নিহত ও ৪৮ জন আহত হয়েছে।
বিস্ফোরণের খবর পেয়ে সেখানে গেছে ফায়ার সার্ভিস।
আজ রবিবার (২৭ জুন) সন্ধ্যার পর বিকট শব্দের পর ওই এলাকা কেঁপে ওঠে বলে জানান স্থানীয়রা।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি-ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণে কয়েকটি ভবনের পিলার ধসে পড়েছে, কাচ ভেঙে পড়েছে সড়কে। সড়কে থাকা বাসও ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয়দের কেউ কেউ বলছেন, কোনো ট্রান্সফর্মার বিস্ফোরিত হয়েছে। কেউ কেউ বলছেন, কোনো ভবনের মধ্যে জেনারেটর কিংবা এসি থেকে বিস্ফোরণ ঘটেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন বলেন, “সেখানে একটি ভবন ধসে পড়েছে এমন খবর পাওয়ার পর আমাদের সদস্যরা সেখানে গেছে, কেউ যাচ্ছে। সেখানে কয়েকজন আটকাও পড়েছে এমন খবর আমরা পেয়েছি।”
ঘটনাস্থল থেকে আহত অবস্থায় বেশ কয়েকজনকে কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার খবর পাওয়া গেছে।
উদ্ধার তৎপরতার জন্য মগবাজার-মৌচাক সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ।
আজ রবিবার রাতে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল বলেন, “আমরা ১০ জন রোগী পেয়েছি। একজন আগেই মারা গেছেন। নয়জনের গুরুতর আঘাত রয়েছে। দগ্ধ হয়েছেন দু’জন।”
ইন্সপেক্টর বাচ্চু মিয়া বলেন, “মগবাজারের অয়ারলেস এলাকায় বিস্ফোরণের ঘটনায় ঢাকা মেডিক্যাল হাসপাতালের জরুরি বিভাগসহ শেখ হাসিনা বার্নে এখন পর্যন্ত ৪৮ জন চিকিৎসাধীন আছেন।”
শেখ হাসিনা বার্নে আহত রায়হানুল গাফফার নয়ন জানান, ঘটনার সময় তিনি যাত্রীবাহী বাসে ছিলেন। হঠাৎ বিকট বিস্ফোরণের বাসের কাচ ভেঙে তিনি আহত হন।
আহত এক পথচারী জামাল জানান, তিনি মতিঝিলে একটি হোটেলে চাকরি করেন। সেখান থেকে মগবাজার বাসায় ফেরার পথে মগবাজার অয়ারলেস মোড় থেকে কাচ পড়ে তিনি আহত হন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত শেখ হাসিনা বার্ন ও জরুরি বিভাগ মিলে মোট ২৭ জন রোগী চিকিৎসাধীন। বিডিনিউজ, বাংলানিউজ

পূর্ববর্তী নিবন্ধসিনহা হত্যা মামলায় ১৫ আসামীর বিরুদ্ধে চার্জ গঠন
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের ৪ তরুণ যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত