ট্রাকে করে ইয়াবা পাচারের সময় চন্দনাইশে ৪ হাজার পিস ইয়াবাসহ ৩ পাচারকারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো মো. শাহিন, মো. শাহ আলম ও মো. কাশেম।
গতকাল শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দোহাজারী পৌরসদরে পুলিশ বিশেষ এ অভিযান চালায়। এসময় ইয়াবা বহন কাজে ব্যবহৃত ট্রাকটিও আটক করা হয়।
দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জাকির হোসেন জানান, ইয়াবা পাচারের সংবাদ গোপন সূত্রে পেয়ে গতকাল শনিবার রাতে দোহাজারী পৌরসদরস্থ সিঙ্গার শো-রুমের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়।
এসময় বিভিন্ন যানবাহনে তল্লাশিকালে রাত ৯টার দিকে চট্টগ্রামমুখী একটি ট্রাককে (নং-ঢাকা মেট্টো-ট-১৪-২২৪৩) সিগন্যাল দিয়ে থামানো হয়। এসময় ট্রাকটিতে দীর্ঘ তল্লাশিকালে বিশেষ ব্যবস্থায় রাখা ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এসময় ৩ ইয়াবা পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের হাজারীবাগ এলাকার মৃত হাশেম বেপারী প্রকাশ হাসু বেপারীর পুত্র মো. শাহিন (৪০), হিরাজিল এলাকার মৃত হাশেম মৃধার পুত্র শাহ আলম (২৭) এবং মৃত মো. হাছান আলীর পুত্র মো. কাশেম (২৫)। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
এছাড়া, পুলিশের পৃথক অভিযানে জিআর মামলার পরোয়ানাভুক্ত ২ আসামীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার পূর্ব এলাহাবাদের শহিদ উল্লাহর পুত্র জাহাঙ্গীর আলম (৩০) এবং দোহাজারী পৌরসভার উত্তত চাগাচর এলাকার নুরু উদ্দিনের পুত্র মোঃ.আব্দুল্লাহ ফয়সাল জিকু (২৫)।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন সরকার জানান, গ্রেপ্তারকৃতদের আজ রবিবার (২৭ জুন) আদালতে উপস্থিত করা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করে।