সাংবাদিক নাসির উদ্দিন চৌধুরী করোনায় আক্রান্ত

| রবিবার , ২৭ জুন, ২০২১ at ৭:২০ পূর্বাহ্ণ

বিশিষ্ট সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত মঙ্গলবার তিনি উক্ত হাসপাতালের করোনা ওয়ার্ডের ১১০৭ নং কেবিনে ভর্তি হয়েছিলেন। সিনিয়র সাংবাদিক নাসির উদ্দিন চৌধুরী চট্টগ্রাম ও ঢাকায় বিভিন্ন পত্রিকায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধসহ বিভিন্ন বিষয়ে তাঁর লেখালেখি মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ভূমিকা রাখছে। রোগমুক্তির জন্য তিনি সকলের দোয়া কামনা করেছেন। উল্লেখ্য, তাঁর স্ত্রীও করোনায় আক্রান্ত হয়ে গত শুক্রবার থেকে পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধচলমান প্রবৃদ্ধির হার ধরে রাখার আশাবাদ
পরবর্তী নিবন্ধবিপন্ন পরিবেশ পুনরুদ্ধারে বৃক্ষরোপণের বিকল্প নেই