নগরীর লাভ লেইন মোড়ে ওয়াশরুম ও কিচেনের বিশ্বমানের সব পণ্য নিয়ে উদ্বোধন করা হয়েছে মিতালী স্টোনের অঙ্গ প্রতিষ্ঠান ‘শাওয়ার এন্ড কিচেন’। গতকাল শনিবার দুপুরে স্থপতি আশিক ইমরান ফিতা কেটে ‘শাওয়ার এন্ড কিচেন’ শো-রুম উদ্বোধন করেন।
এসময় প্রতিষ্ঠানটির পরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম, শাহরিয়ার শাবাব ও মাসুদ করিম, ইনেক্স এর কান্ট্রি ম্যানেজার সারোয়ার এইচ সামির, মনজুরুল হক, কিচেন কেবিনেট হেপলে ব্যান্ডের এরিয়া ম্যানেজার ফখরুল আমীন, টেরিটরি সেলস ম্যানেজার প্রিয়নজিত মজুমদার, মিতালী শো-রুমের ইনচার্জ পারভেজ আহমেদ উপস্থিত ছিলেন। শাওয়ার এন্ড কিচেনে জার্মানির গ্রোহি এবং জাপানের ইনেক্স ছাড়াও বিশ্বমানের নানা পণ্যের পসরা সাজানো হয়েছে। আমেরিকান স্ট্যান্ডার্ডের বেশ কিছু পণ্যও রাখা হয়েছে এই শো-রুমে।