পটিয়া
পটিয়া প্রতিনিধি জানান, পটিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি। গতকাল শনিবার বিকেলে উপজেলা প্রশাসন ও বনবিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে হরিতকি ও গর্জন গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় হুইপ সামশুল হক চৌধুরী বলেন, সামাজিক বনায়নের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকারি-বেসরকারি ও ব্যক্তি উদ্যোগে এগিয়ে আসতে হবে। ঘর-বাড়ির আশেপাশে ও পতিত জমিতে ফলদ ও বনজ বৃক্ষ রোপনের মাধ্যমে দেশের প্রাকৃতিক পরিবেশ রক্ষায় সবাইকে সচেষ্ট থাকতে হবে।
এসময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, আওয়ামী লীগ নেতা আলমগীর খালেদ, নাছির উদ্দিন পদ্মা, পৌরসভার প্যানেল মেয়র রূপক সেন, চট্টগ্রাম দক্ষিণ বনরেঞ্জ কর্মকর্তা মিজানুর রহমান, পৌরসভা আওয়ামী লীগ নেতা সাইফুল্লা পলাশ, ইমরান উদ্দিন বশির, রিটন নাথ প্রমুখ।
ডলফিন ক্লাব
উত্তর আগ্রাবাদ মুহুরীপাড়াস্থ সামাজিক সংগঠন ডলফিন ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি গত শুক্রবার সকাল ১০টায় সংগঠন কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। কর্মসূচির প্রারম্ভে সচেতনতামূলক সংক্ষিপ্ত সভা সংগঠনের সভাপতি ফিরোজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উত্তর আগ্রাবাদ ২৪নং ওয়ার্ড কাউন্সিলর মো. নাজমুল হক ডিউক। আবু জাহেদ শোভনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ডলফিনের উপদেষ্টা চেয়ারম্যান আবুল কালাম, উপদেষ্টা সচিব আবু নাছের, উপদেষ্টা মো. জহুরুল হক, অ্যাড. মো. আলম, শাহ আলম, মো. ইস্কান্দর মির্জা, মো. ওয়াহিদ হালিম ইমন, মো. আশরাফ।
কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়
কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে সরকারের নির্দেশনা অনুসারে ৫০টি ফলজ, বনজ ও ওষুধি বৃক্ষরোপণ কার্যক্রম বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক বাবুল কান্তি দাশ, শিক্ষক উবাইদুল হক, অমরনাথ চক্রবর্তী, শুভাশীস নাথ, মিজানুর রহমান, দিল আফরোজ হীরা, প্রকাশ ঘোষ প্রমুখ।
উত্তর কাট্টলী সচেতন নাগরিক কমিটি
‘মুজিব বর্ষের আহ্বান, লাগাই গাছ বাড়ায় বন’ এ লক্ষে উত্তর কাট্টলী সচেতন নাগরিক কমিটির উদ্যোগে মাসব্যাপী চারা বিতরণ কর্মসূচি পালিত হয়। করোনা পরিস্থিতির অবনতির কারণে সীমিত পরিসরে মোস্তফা হাকিম ভবনে গত ২৫ জুন বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সাংসদ আলহাজ্ব দিদারুল আলম। সংগঠনের আহবায়ক মোহাম্মদ আব্দুল্লাহ আল হারুনের সভাপতিত্বে ও প্রধান সমন্বয়কারী মো. তারেক মাইনুদ্দিনের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব শিপলু বিশ্বাস শিপলু। সভায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ আকবরশাহ থানা শাখার সাধারণ সম্পাদক কাজী আলতাফ হোসেন। কাউন্সিলর নুরজাহান বেগম রুবি, কবি শাহাদাৎ হোসেন সাহেদ, আজম খান, জানে আলম জানি, মিজানুর রহমান মিজু, তাজউদ্দীন চৌধুরী রিপন, মিজানূর রহমান জনি, মাসুম বিল্লাহ, জাহিদুল আলম জাহেদ, উৎপল দেব, মো. সেলিম, মো. আজিম, মো. সানজাদ, মো. রিজবি, বাবু পাল, পঙ্কজ দাশ, সামীর আকাশ প্রমুখ।
ওমরগণি এম ই এস কলেজ
স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ওমরগণি এম.ই.এস কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর ১৩, ব্যাটালিয়ন হেডকোয়ার্টার আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ আ. ন. ম. সরওয়ার আলম। কর্মসূচিতে অংশগ্রহণ করেন ব্যাটালিয়ন কমান্ডার ক্যাপ্টেন নাজমুল হুদা, উপাধ্যক্ষ মোহাম্মদ রেজাউল করিম ছিদ্দিকী, কলেজের সকল শিক্ষক-কর্মচারী। সার্বিক সহযোগিতা করেন প্লাটুন কমান্ডার আবু নঈম মো. ইব্রাহিম চৌধুরী, শাহানা ইয়াছমিন। অংশগ্রহণ করেন ক্যাডেট ইনচার্জ মঈনুল উদ্দীন মাহি, ক্যাডেট ইনচার্জ ফাহমিদা ইয়াছমিন ইভা প্রমুখ। অধ্যক্ষ আ. ন. ম. সরওয়ার আলম পরিবেশের ভারসাম্য রক্ষায় ক্যাডেটদের ফলদ/ বনজ/ ভেষজ বৃক্ষরোপণ করার জন্য উৎসাহিত করেন। কঠোর স্বাস্থ্যবিধি মেনে এ কর্মসূচি সম্পন্ন করা হয়।
ইউসেপ
‘মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি’ এ শ্লোগানকে বাস্তবায়নের লক্ষ্যে ইউসেপ বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চল পক্ষকাল ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। ইউসেপ বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চল পরিচালিত আটটি সাধারণ স্কুল ও দুইটি টেকনিক্যাল স্কুলে পৃথক কর্মসূচির মাধ্যমে ৫০টি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। গতকাল মনিবার ইউসেপ পাহাড়তলী স্কুলে পক্ষকাল ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সাবেক মূখ্য সচিব মো. আব্দুল করিম। তিনি বলেন, আগামি প্রজন্মের জন্য বাসযোগ্য একটি দেশ রেখে যেতে সবুজ বাংলাদেশ গড়ে তোলার কোন বিকল্প নেই। এ সময় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার জয় প্রকাশ বড়ূয়া, স্কুলের প্রধান শিক্ষক মো. শাহ নেওয়াজ প্রমুখ।
রাউজান
রাউজান প্রতিনিধি জানান, রাউজান উপজেলা পরিষদের সামনে লাগানো হয়েছে ১০টি সূর্যডিম্ব আমের চারা। গত বৃহস্পতিবার চারাগুলো লাগান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ। এই কর্মকর্তা জানান, বিশেষ জাতের চারাগুলো লাগানোর জন্য অনুপ্রাণিত করেছেন স্থানীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী। চারাগুলো সংগ্রহ করা হয়েছে খাগড়াছড়ি থেকে। তিনি বলেন, পরীক্ষামূলকভাবে চারাগুলো লাগানো হয়েছে। উপযুক্ত জায়গা ও স্থান পাওয়া গেলে আরো চারা আনা হবে। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন পিআইও নিয়াজ মোরশেদ, কৃষি কর্মকর্তা সনজিব কুমার সুশীল।
কোরবাণীগঞ্জ সাহেব পুকুর লেন যুব কমিটি
সবুজে সবুজে সাজবে, আমাদের সোনার বাংলাদেশ এ স্লোগান বুকে ধারণ করে কোরবাণীগঞ্জ সাহেব পুকুর লেন যুব কমিটির সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি গত ২০ জুন বিকেলে উদ্বোধন করা হয়। গাউছিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান দেওয়ানবাজার ওয়ার্ডের সাবেক কমিশনার আলহাজ পেয়ার মোহাম্মদ সওদাগর বদরপাতি কবরস্থানে উক্ত বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আবুল কালাম, আবু বক্কর, মো. এজাজ, সংগঠনের সিনিয়র সদস্য মো. ওয়াসিম, মো. শাহজাহান, সংগঠনের সাধারণ সম্পাদক রিদওয়ান খাঁ রণি, সালাউদ্দীন সমুন, মো. আসিফ হাসান, মো. দিদার, আবুল কালাম রানা, মোহাম্মদ আলী, ইসমে আজিজ অািরফ, আবু বক্কর সিদ্দিকী, মজিদুল হক।