রপ্তানিমুখী খাত ও বন্দর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান লকডাউনের আওতামুক্ত রাখুন

চিটাগাং চেম্বার সভাপতির আহবান

| রবিবার , ২৭ জুন, ২০২১ at ৬:৪৯ পূর্বাহ্ণ

রপ্তানিমুখী বিভিন্ন খাত ও নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য লকডাউনের আওতামুক্ত রাখার আহ্বান জানিয়েছেন চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম। গতকাল শনিবার এক বিবৃতিতে একইসাথে তিনি চট্টগ্রাম বন্দর সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান খোলা রাখারও আহবান জানান।
মাহবুবুল আলম বলেন-ক্রমবর্ধমান করোনা ভাইরাস সংক্রমণরোধে সরকারের লকডাউন পরিকল্পনাকে আমরা স্বাগত জানাই। কিন্তু মহামারীর কারণে এখন দেশের অর্থনীতি একটি দুঃসময় অতিবাহিত করছে। এ অবস্থায় অর্থনৈতিক কর্মকাণ্ড কিছুটা সচল রাখতে রপ্তানি খাতকে লকডাউনের আওতা বহির্ভূত রাখা আবশ্যক। একইসাথে আমদানিকৃত নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য যাতে সারাদেশে নির্বিঘ্নে পরিবহন করা যায় তা নিশ্চিত করা প্রয়োজন যাতে করে কোন ধরনের সংকট সৃষ্টি না হয়। দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রধান গেইটওয়ে চট্টগ্রাম বন্দর অবশ্যই সচল রাখার বিষয় বিবেচনা করা উচিত। এক্ষেত্রে বন্দর সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি, স্বায়ত্বশাসিত, বেসরকারি ও আর্থিক প্রতিষ্ঠান খোলা রাখা প্রয়োজন হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআইন বহির্ভূত শ্রমিক ছাটাই বন্ধের দাবি
পরবর্তী নিবন্ধআইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের সভা