চুয়েটের ন্যাচারাল ল্যাংগুয়েজ প্রসেসিং (এনএলপি) ল্যাব এবং শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর স্থাপন শীর্ষক প্রকল্পের যৌথ আয়োজনে দুই দিনব্যাপী সামাজিক যোগাযোগমাধ্যমে অনাকাঙ্ক্ষিত টেক্সটের কম্পিউটেশনাল অ্যানালাইসিস শীর্ষক আন্তর্জাতিক কর্মশালা গতকাল শনিবার সম্পন্ন হয়েছে। কর্মশালায় পৃথক সাতটি সেশনে কী-নোট স্পিকার হিসেবে বিভিন্ন গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন আম্বেদকর ইউনিভার্সিটির ড. রিতেশ কুমার, ইন্দ্রপ্রস্থ ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি দিল্লির ড. তন্ময় চক্রবর্তী, ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটের ড. নিলাদ্রী শেখর দাশ, কানাডার ইয়র্ক ইউনিভার্সিটির ড. এনামুল হক, বাংলাদেশের আইসিটি বিভাগের মামুন অর রশিদ, ইন্ডিয়ান ইনস্টিটিউট টেকনোলজি অফ পাটনার ড. আসিফ ইকবাল এবং চুয়েটের ন্যাচারাল ল্যাংগুয়েজ প্রসেসিং (এনএলপি) ল্যাবের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক। এর আগে গত ২৫ জুন ভার্চুয়াল প্ল্যাটফর্মে প্রধান অতিথি হিসেবে কর্মশালা উদ্বোধন করেন চুয়েটের উপাচার্য ড. মোহাম্মদ রফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বিকর্ণ কুমার ঘোষ, চুয়েটে নির্মাণাধীন শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) সৈয়দ জহুরুল ইসলাম, চুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মোকাম্মেল হক। সভাপতিত্ব করেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন এবং ন্যাচারাল ল্যাংগুয়েজ প্রসেসিং (এনএলপি) ল্যাবের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক। প্রেস বিজ্ঞপ্তি।