কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ফ্রান্সের রাজধানীর প্যারিসে পৌঁছেছেন ‘রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্রের নির্মাতা-অভিনয়শিল্পীসহ সাত সদস্যের দল, ৬ জুলাই থেকে এ উৎসবের উদ্বোধনী দিন থেকেই তাদের অংশ নেওয়ার কথা রয়েছে। চলচ্চিত্রের সহপ্রযোজক রাজিব মহাজন জানান, শুক্রবার রাতে সাত সদস্যের দলটি প্যারিসে নেমেছেন। প্যারিসের পাশে ছোট্ট শহরের হোটেলে তারা ১০ দিনের কোয়ারেন্টিনে রয়েছেন।
নির্মাতা আব্দুল্লাহ মোহাম্মদ সাদ, অভিনেত্রী আজমেরি হক বাঁধন ছাড়াও এ দলে রয়েছেন নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু, সিনেমাটোগ্রাফার তুহিন তামিজুল, প্রডাকশন ডিজাইনার আলী আফজাল উজ্জল, কালারিস্ট চিন্ময় রায় ও সাউন্ড ডিজাইনার শৈব তালুকদার। ৫ জুলাই কোয়ারেন্টিন পর্ব শেষ হওয়ার পরদিন ৬ জুলাই থেকে কান চলচ্চিত্র উৎসবে যোগ দেবেন বলে জানান রাজিব। ছবির প্রযোজক জেরেমি চুয়া ছবির টিমের সঙ্গে সিঙ্গাপুর থেকে যোগ দেবেন জুলাইয়ের প্রথম সপ্তাহে। উৎসবের পর্দা নামবে ১৭ জুলাই, ১৮ জুলাই সাদ-বাঁধনদের দেশে ফেরার কথা রয়েছে।
কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসরের ‘আঁ সেত্রাঁ রিগা’ বিভাগে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি ছবি হিসেবে অফিসিয়াল সিলেকশনে জায়গা পেয়েছে নির্মাতা আব্দুল্লাহ মোহাম্মদ সাদের চলচ্চিত্র ‘রেহানা মরিয়ম নূর’। ছবিটি পরিচালনার পাশাপাশি ছবির চিত্রনাট্যও করেছেন সাদ।
প্রোটোকল ও মেট্রো ভিডিও’র ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন সিঙ্গাপুরের প্রযোজক জেরেমী চুয়া, নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু ও সহপ্রযোজনা করেছেন রাজীব মহাজন, আদনান হাবিব, সাঈদুল হক খন্দকার। রেহানা মরিয়ম নূর নামে ৩৭ বছর বয়সী একজন সহকারী অধ্যাপকের জীবন সংগ্রামের গল্পে নির্মিত ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাঁধন। ছবিতে বাঁধন ছাড়াও অভিনয় করেছেন আফিয়া জাহিন জাইমা, কাজী সামি হাসান, আফিয়া তাবাসসুম বর্ন, ইয়াছির আল হক, সাবেরী আলমসহ অনেকে।