সরকারের ৭ দিনের কঠোর লকডাউন ঘোষণার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিভিন্ন বিভাগের পূর্ব নির্ধারিত পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ শনিবার (২৬ জুন) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান। বাংলানিউজ
তিনি বলেন, “করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের পূর্ব নির্ধারিত পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। পরীক্ষার শিডিউল পুনরায় জানানো হবে।”
তিনি আরও বলেন, “যেহেতু শিক্ষার্থীরা ইতোমধ্যে ক্যাম্পাসে চলে এসেছে তাই শিক্ষার্থীদের বাড়িতে পৌঁছে দেওয়ার সুবিধার্থে ঢাকা পর্যন্ত বিশেষ বাসের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।”
এর আগে গত ১৫ জুন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সভায় আবাসিক হল বন্ধ রেখে সশরীরে পরীক্ষা নেওয়া সিদ্ধান্ত হয়। এরপরই পরীক্ষার সূচি ঘোষণা করতে থাকে বিভাগগুলো।