বাঁশখালীতে বৃদ্ধের উপর হামলাকারী আটক

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ২৬ জুন, ২০২১ at ৭:৫৩ পূর্বাহ্ণ

বাঁশখালীর কাথরিয়ায় মাদকাসক্ত ব্যক্তির হামলায় মোস্তাক আহমেদ (৬৫) নামের এক বয়োবৃদ্ধ হামলার ঘটনায় অভিযুক্ত নুরুল ইসলামকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে বাঁশখালী থানা পুলিশ বৈঁলছড়ি হাবিবের দোকান এলাকা থেকে আটক করে। আহত মোস্তাক আহমদ শিক্ষক রহিম সৈকতের পিতা। জানা যায়, বুধবার রাতে উপজেলার কাথরিয়া ইউনিয়নের ডিগ্রি পাড়া এলাকায় নুরুল ইসলাম মোস্তাক আহমেদকে হামলা করলে গুরুতর আহত অবস্থায় বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক চমেক হাসপাতালে প্রেরণ করেন। পরে এ ঘটনায় হামলার শিকার মোস্তাক আহমেদের ছেলে রহিম সৈকত বাদী হয়ে বৃহস্পতিবার রাতে নুরুল ইসলামকে প্রধান আসামি করে বাঁশখালী থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে বাঁশখালী থানা পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে বৈলছড়ি ইউনিয়নের হাবিরের দোকান এলাকা থেকে নুরুল ইসলামকে আটক করে। অভিযুক্ত নুরুল ইসলাম ওরফে নুরু স্থানীয় মৃত আবু আহমদ সওদাগরের ছেলে।
এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সফিউল কবির বলেন, অভিযোগ পেয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ।

পূর্ববর্তী নিবন্ধআইআইইউসির কর্মচারীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধআমজাদ হোসেন ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক