আইআইইউসির কর্মচারীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

| শনিবার , ২৬ জুন, ২০২১ at ৭:৫৩ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) বোর্ড অব ট্রাস্টের (বিওটি) চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির সৌজন্যে সৌদি আরবের কিং সালমান সেন্টারের অর্থায়নে ও আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আইআইইউসির চতুর্থ শ্রেণীর কর্মচারীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন প্রধান নির্বাহী পরিচালক রিজিয়া রেজা চৌধুরী। এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন আইআইইউসির প্রো-ভিসি প্রফেসর ড. মাছরুরুল মওলা, ট্রেজারার প্রফেসর ড. হুমায়ুন, রেজিস্ট্রার অধ্যাপক শফিউর রহমান, বিশ্ববিদ্যালয় বিউটিফিকেশন অ্যান্ড সিকিউরিটিজ ম্যানেজমেন্টের চেয়ারম্যান অধ্যাপক ড. মাহী উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজামালপুর থেকে এসে নগরীতে ডাকাতি অস্ত্রসহ গ্রেপ্তার ৩
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে বৃদ্ধের উপর হামলাকারী আটক