আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) বোর্ড অব ট্রাস্টের (বিওটি) চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির সৌজন্যে সৌদি আরবের কিং সালমান সেন্টারের অর্থায়নে ও আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আইআইইউসির চতুর্থ শ্রেণীর কর্মচারীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন প্রধান নির্বাহী পরিচালক রিজিয়া রেজা চৌধুরী। এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন আইআইইউসির প্রো-ভিসি প্রফেসর ড. মাছরুরুল মওলা, ট্রেজারার প্রফেসর ড. হুমায়ুন, রেজিস্ট্রার অধ্যাপক শফিউর রহমান, বিশ্ববিদ্যালয় বিউটিফিকেশন অ্যান্ড সিকিউরিটিজ ম্যানেজমেন্টের চেয়ারম্যান অধ্যাপক ড. মাহী উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












