জামালপুর থেকে এসে নগরীতে ডাকাতি অস্ত্রসহ গ্রেপ্তার ৩

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৬ জুন, ২০২১ at ৭:৫২ পূর্বাহ্ণ

নিজ এলাকা জামালপুরে সুবিধা করতে না পেরে নগরীতে ডাকাতি করতে এসেছিল তারা। কিন্তু বিধি বাম! ডাকাতি করার আগেই পুলিশের জালে ধরা পড়লো তিন ডাকাত।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. সুলতান (৩৪), মো. রিপন মিয়া (৩৮) ও মো. আকরাম হোসেন (৪০)।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান আজাদীকে বলেন, গত বৃহস্পতিবার মধ্য রাতে অঙিজেন মোড়ের জনতা ব্যাংকের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। চক্রের সবাই জামালপুরের বিভিন্ন থানায় দায়ের হওয়া একাধিক মামলার আসামি এবং জামালপুর সদর থানার তুলসীর চর ইউনিয়নের বাসিন্দা। তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক, ৪ রাউন্ড কার্তুজ, একটি রেঞ্চ ও একটি স্ক্রু ড্‌্রাইভার উদ্ধার করা হয়েছে। ওসি মো. কামরুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সত্যতা স্বীকার করেছে। আমরা গ্রেপ্তার ৩ জনের জন্য সাত দিনের রিমান্ড চাইব।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন সংগঠনের গাছের চারা বিতরণ
পরবর্তী নিবন্ধআইআইইউসির কর্মচারীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ