পাকিস্তান সুপার লিগের প্রথমবারের মত শিরোপা জিতেছে মুলতান সুলতানস। গত বৃহস্পতিবার রাতে আবুধাবিতে টুর্নামেন্টের ফাইনালে মুলতান ৪৭ রানে হারিয়েছে পেশোয়ার জালমিকে। প্রথমবারের মত টুর্নামেন্টের ফাইনালে উঠেই শিরোপার স্বাদ পেল মুলতান। অপরদিকে শেষ চার আসরের তিনটিরই ফাইনালে হারল পেশাওয়ার। প্রথমে ব্যাট করতে নামা মুলতান সুলতানস বেশ ভালই শুরু করেছিল। ফলে শেষ পর্যন্ত ২০৬ রানের বিশাল সংগ্রহ দাড় করায় মুলতান। দলের পক্ষে শান মাসুদ ২৯ বলে ৩৭, রিজওয়ান ৩০ বলে ৩০, মাকসুদ ৬৫ রানের অপরাজিত থাকেন। এছাড়া রিলে রুশো করেন ৫০ রান। খুশদিল শাহ অপরাজিত থাকেন ১৫ রানে। পেশোয়ারের পক্ষে ২টি করে উইকেট নেন সামিন এবং ইমরান। ২০৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শোয়েব মালিক ছাড়া পেশাওয়ারের আর কেউ নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। ফলে শেষ পর্যন্ত ১৫৯ রানে থামতে হয় শোয়েব মালিকদের। দলের পক্ষে মালিক করেন ২৮ বলে সর্বোচ্চ ৪৮ রান। এছাড়া কামরান আকমল করেন ২৮ বলে ৩৬ রান। রভম্যান করেন ১৪ বলে ২৩ রান। রাদারফোর্ড করেন ১৮ রান। বাকি কেউ দুই অংকের ঘরে যেতে পারেনি। মুলতানের পক্ষে ৩টি উইকেট নিয়েছেন ইমরান তাহির। এছাড়া ২টি করে উইকেট নিয়েছেন ইমরান খান এবং মুজারাবানি। ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মুলতানের শোয়েব মাকসুদ। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারও লাভ করেন তিনি।