রেস্টুরেন্টে ৩৭ ডলারের বিল, টিপস ১৬ হাজার

| শনিবার , ২৬ জুন, ২০২১ at ৭:১২ পূর্বাহ্ণ

করোনা মহামারির প্রভাবে বড় ধরনের অর্থনৈতিক সংকটে পড়েছে সারা বিশ্ব। দেশে দেশে তীব্র হচ্ছে এই সংকট। কোভিডে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ক্ষেত্রগুলোর একটি হচ্ছে হোটেল-রেস্টুরেন্ট খাত। এমন পরিস্থিতিতে যখন একজন ব্যক্তি রেস্টুরেন্টে ৩৭ ডলারের খাবার খেয়ে ১৬ হাজার ডলার টিপস দেন, তখন সেই বদান্যতার কথা ছড়িয়ে পড়তে আর খুব বেশি সময় নেয়নি। এমন ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে। রাজ্যের লন্ডনডেরি এলাকায় অবস্থিত ওই রেস্টুরেন্টটির নাম স্টাম্বল ইন বার অ্যান্ড গ্রিল। গত সোমবার রেস্টুরেন্টটির মালিক মাইকেল জারেলা ফেসবুকে ওই ঘটনা নিয়ে একটি পোস্ট দেন। পোস্টের কমেন্টে ওই ব্যক্তির উদারতার প্রশংসা করেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা।

পূর্ববর্তী নিবন্ধদেশে তৈরি করোনা টিকার প্রথম ডোজ নিলেন ইরানের সর্বোচ্চ নেতা
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে ধসে পড়া ভবনে নারী-শিশুসহ নিখোঁজ ৩০, নিহত ১